দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে বাজিমাত ভারতের

আবার বিশ্বজয়ীর শিরোপা উঠল ভারতীয়দের মাথায়। দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে দিল ভারত।

Updated By: Dec 13, 2012, 08:35 PM IST

আবার বিশ্বজয়ীর শিরোপা উঠল ভারতীয়দের মাথায়। দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে দিল ভারত।
বেঙ্গালুরুর সেন্ট্রাল কলেজ ময়দানে বৃস্পতিবার ফাইনালে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। কিন্তু এই সিদ্ধান্ত কার্যত বুমেরাং হয়ে ফিরে আসে পাকিস্তানিদের কাছে। কেতান ভাই পাটেলের বিধ্বংসী ৯৮ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ২৫৮ রানের বিশাল স্কোর খাড়া করে। তাঁকে যোগ্য সঙ্গত দেন প্রকাশ জয়ারামাইয়া অন্তিম পাঁচ ওভারে ভারতীয়রা ৮১ রান সংগ্রহ করেন।
ফাইনালের আগে পর্যন্ত পাকিস্তানিরা এই টুর্নামেন্টে অপরাজেয় ছিলেন। কিন্তু ফাইনালে ভারতীয়দের এই বিশাল রানের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হন তাঁরা। কুড়ি ওভারে ২২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
এই মাঠেই সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৩ রানে পর্যদুস্ত করে ফাইনালে উঠেছিল ভারত। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে পাকিস্তান। প্রসঙ্গত দৃষ্টিহীনদের প্রথম টি-২০ বিশ্বকাপে শুরু থেকে শেষ অবধি উপমহাদেশীয় দেশ গুলির দাপট ছিল লক্ষণীয়।

.