কিউইদের হোয়াইটওয়াশ করল ভারত
বিদেশের মাটিতে ০-৮ হারের ক্ষতে প্রলেপ দেওয়া গেল। নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করলেন ধোনিরা। সোমবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ ২-০ জিতে নিল ভারত।
অবশেষে বিদেশের মাটিতে ০-৮'এ হারের ক্ষতে প্রলেপ দেওয়া গেল। ঘরের মাটিতে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেন ধোনিরা। সোমবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ ২-০'তে জিতে নিল ভারত। জয়ের জন্য ২৬১ রান তাড়া করতে নেমে প্রাথমিক ধাক্কা কিছুটা সামলে বাগানের শহরে জয়ের ফুল ফুটল ধোনিবাহিনির। জয়ের পিছনে থাকলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় কোহলি। অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলের নৌকা জয়ের বন্দরে এগিয়ে নিয়ে গেলেন কোহলি। একদিনের ক্রিকেটের 'গ্রেট ফিনিশার' ধোনিও এদিন দারুণ খেললেন। ব্যক্তিগত ৪৮ রানে অপরাজিত থাকলেন মাহি।
হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে জয় এসেছিল সহজে। কিন্তু বেঙ্গালুরুতে জয় পেতে বেশ ঘাম ঝরাতে। প্রথম ইনিংসে একটা সময় ৮০ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। একটা সময় অনামী কিউই পেসারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ নড়বড়ে দেখিয়েছে। জয়ের আনন্দে এখন সব চাপা পড়ে গেলেও সামনের সিরিজগুলিতে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হবে ভারতকে। তখন...? প্রশ্নটা কিন্তু এই জয়ের আবহেও চাপা পড়ল না।
দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড :৩৬৫,২৪৮। ভারত: ৩৫৩,২৬২/৫
আবার বোল্ড হলেন সচিন তেন্ডুলকর: ব্যাক্তিগত ২৭ রানের মাথায় টিম সাউদির বলে
আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। চলতি ভারত-নিউজিল্যান্ড সিরিজে
ভারতের ৩টে ইনিংসেই বার একইভাবে আউট হলেন সচিন।
আজ সাউদির বল সচিনের প্যাড ছুঁয়ে মিডল স্ট্যাম্প ছিটকে দেয়। বয়সের ভারে
সচিনের ফুটওয়ার্ক নষ্ট হয়ে গেছে বলে ২ দিন আগেই মন্তব্য করেছিলেন সুনীল
গাভাস্কর। ফাস্ট বোলিংয়ের সামনে নাকি বেশ নড়বড়ে লাগে তাঁকে। গাভাস্করের
মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে দেশদুড়ে। তারমধ্যেই আজ সচিনের
আউট আবার সেই বিতর্ককে উসকে দিল।
যদিও আজকে শুরুটা কিন্তু বেশ `সচিনিয়` ভঙ্গিমাতেই করেছিলেন তিনি। ৩৪ বলে
করা ২৭ রানের ইনিংসে ৫ টা ছবির মতন বাউন্ডারি আশা জাগাচ্ছিল বড় স্কোরের।
সবাই যখন
ভাবছিলেন গাভাস্করের মন্তব্যের যোগ্য জবাব আজই দিয়ে দেবেন মাস্টার
ব্লাস্টার, ঠিক তখনই সাউদির একটি আপাত নিরীহ বলে পরাস্ত হলেন সচিন।