ধাওয়ানের হাত ধরে ভারত ফের শিখরে

প্রথম ম্যাচ জিতে ভারত আত্মবিশ্বাসের একধাপ এগিয়ে। অধিনায়ক কোহলি আফ্রিকার শুকনো মাটিতে বিজয় পতাকা পুঁতে শুরু হল ভরত জয়ের নতুন স্বপ্ন। জয়ের ধারাবহিকতা বজায় রাখতে মরিয়া কোহলি বাহিনী। দেখুন আজ ইন্ডিয়া বনাম জিম্বাবোয়ে খেলার আপডেট...

Updated By: Jul 26, 2013, 12:56 PM IST

ভারত ৫৮ রানে জয়ী
জিম্বাবোয়ে ইনিংস
ওভার- ৫০, জিম্বাবোয়ে- ২৩৬/৯
টিএল ছাতারা-০*
পি উটসিয়া-৫২*
------------------------
জিম্বাবোয়ে ইনিংস
ওভার- ৩৪।৫, জিম্বাবোয়ে- ১৫৫/৬
এলটন জিগুমবুরা-১২*
প্রসপের ইউসেয়া-১২*
-------------------
ওভার -৫০, ভারত - ২৯৪/৮
বিনয় কুমার-২৭*
শামি আহমেদ-৬*
শুরুটা জোরদার না হলেও শিখর ধাওয়ানের অনবদ্য শতরান ও দীনেশ কার্তিকের ৬৯ রানের সুবাদে ভারত দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের সমাপ্তিটা মোটামুটি ভালই করল ভারত।
ওভার- ৩৪, ভারত- ১৫৪/৪
শিখর ধাওয়ান- ৬৭*
দীনেশ কার্তিক- ৩৮*
প্রথম ম্যাচ জিতে ভারত আত্মবিশ্বাসের একধাপ এগিয়ে। অধিনায়ক কোহলি আফ্রিকার শুকনো মাটিতে বিজয় পতাকা পুঁতে শুরু হল ভরত জয়ের নতুন স্বপ্ন। জয়ের ধারাবহিকতা বজায় রাখতে মরিয়া কোহলি বাহিনী। দেখুন আজ ইন্ডিয়া বনাম জিম্বাবোয়ে খেলার আপডেট...
ওভার- ২৩, ভারত- ৯৫/৪
শেখর ধাওয়ান- ৪৫*
দীনেশ কার্তিক- ৫*
** শেখর ধাওয়ান অর্ধশতরানের মুখে। রাইডু এই ম্যাচে অসফল হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। মাত্র ৫রান করেন। সুরেশ রায়নাও তেমন কিছু করে দেখাতে পারলেন না। ছাতারার বলে মাত্র ৪ রানে আউট হন।
** ওভার- ১১, ভারত- ৪৮/২
শেখর ধাওয়ান- ১৯*
অম্বতি রাইডু- ৩*
 ১১ ওভারে ভারতের রান ৪৮ দুই উইকেট খুইয়ে।
** বিরাট কোহলি আউট মাত্র ১৪ রানে। জারভিসের বলে মিডউইকেটের ওপর ক্যাচ দিয়ে বসেন ভারতীয় অধিনায়ক
ওভার- ৫, ভারত- ২৯/১
শেখর ধাওয়ান- ১২
বিরাট কোহলি- ৯
রোহিত ও ধাওয়ান দুইজনের চেষ্টা বিরাট শিখরের লক্ষ্যে।

ওভার- ২, ভারত- ৩/১
শেখর ধাওয়ান- ০
বিরাট কোহলি- ১
দুই ওভারের মাথায় রোহিত শর্মা ভিটোরি বলে আউট হন। মাত্র ১রানে প্যাভিলিয়নে ফেরেন।
টস-   হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ খেলা। বিরাট কোহলি হেডস বললেন কিন্তু পড়ল টেইল। জিম্বাবোয়ের অধিনায়ক ব্রায়ান টেইলর বল করার সিদ্ধান্ত নেন।

.