ওয়ানডে দল থেকে অবশেষে বাদ পড়লেন ইশান্ত শর্মা, দলে এলেন নতুন মুম্বইকর
ম্যাচের একেবারে গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে ৩০ রান দেওয়ার খেসারতটা অবশেষে চোকালেন ইশান্ত শর্মা। টেস্ট দলে সুযোগ পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের ম্যাচের সিরিজে বাদ পড়লেন ইশান্ত শর্মা। ইশান্তের মতই একই সঙ্গে বাদ দেওয়া হল অপর পেসার বিনয় কুমারকে। বদলে আনা হল মুম্বইয়ের পেসার ধবল কুলকার্নি ও চেন্নাই সুপার কিংসের পেসার মোহিত শর্মাকে।
ম্যাচের একেবারে গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে ৩০ রান দেওয়ার খেসারতটা অবশেষে চোকালেন ইশান্ত শর্মা। টেস্ট দলে সুযোগ পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের ম্যাচের সিরিজে বাদ পড়লেন ইশান্ত শর্মা। ইশান্তের মতই একই সঙ্গে বাদ দেওয়া হল অপর পেসার বিনয় কুমারকে। বদলে আনা হল মুম্বইয়ের পেসার ধবল কুলকার্নি ও চেন্নাই সুপার কিংসের পেসার মোহিত শর্মাকে।
অনেকদিন ধরেই মুম্বইয়ের ২৪ বছরের এই পেসারকে নিয়ে আলোচনা চলছিল এবার গেইলদের বিরুদ্ধে সেই সুযোগ দেওয়া হল। সুযোগ পেলেন লাহলিতে সচিন তেন্ডুলকরকে শেষ রঞ্জি ম্যাচে তাঁকে আউট করা মোহিত শর্মাও। বাকি দল অপরিবর্তিতই থাকল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতলেও বোলিং ভুগিয়েছে ভারতকে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে বড় পরীক্ষা মহম্মদ সামিদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু ২১ নভেম্বর, কোচিতে।
১৫ জনের ঘোষিত দল- মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, আম্বাতি রায়াড়ু, অমিত মিশ্র, জয়দেব উনাদকট, ধবল কুলকার্নি, মোহতি শর্মা।
Team: Mahendra Singh Dhoni (captain), Shikhar Dhawan Rohit Sharma, Virat Kohli, Yuvraj Singh, Suresh Raina, Ravindra Jadeja, R Ashwin, Bhuvneshwar Kumar, Mohammed Shami, Ambati Rayudu, Amit Mishra, Jaydev Unadkat, Dhawal Kulkarni, Mohit Sharma.