Yuzvendra Chahal জানালেন Rohit Sharma-র কোন মন্ত্রে তিনি ফুল ফোটালেন আহমেদাবাদে!
যুজবেন্দ্র চাহাল ফের একবার তাঁর জাত চিনিয়ে দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: কুড়ি ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ মাথায় রেখেই চলছে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া। ভারতীয় দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ২ উইকেট নিয়ে ১৭৯ রান হজম করতে হয়েছিল চাহালকে। এরপর থেকেই চাহালকে নিয়ে উঠে যায় প্রশ্ন। মাঝের দিকের ওভারগুলিতে তাঁর উইকেট তুলতে না পারার ব্যর্থতা নিয়ে কথাও হয় প্রচুর। কিন্তু গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একাই ম্যাচের রং বদলে দেন চাহাল। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চাহাল ১০ ওভারে ৪৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। তাঁর স্পিনের ঘূর্ণিতেই কায়রন পোলার্ডের দলের ইনিংস মাত্র ১৭৬ রানে শেষ হয়ে যায়। চাহাল হন ম্যাচের সেরাও।
আরও পড়ুন: DRS নেওয়ার জন্য Kohli রাজি করালেন Rohit-কে! সঠিক সিদ্ধান্ত প্রাক্তন অধিনায়কের-WATCH
(@BCCI) February 7, 2022
ম্যাচের পর বিসিসিআই টিভি-তে চাহালের সাক্ষাৎকার নিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত। চাহাল জানান যে, রোহিতের মন্ত্রেই তিনি সফল হয়েছেন মোতেরায়। চাহাল বলেন, "রোহিত তুমি আমাকে ম্যাচের আগে বলেছিলে কথাটা যে, সেভাবে গুগলির ব্যবহার করছি না। দক্ষিণ আফ্রিকাতেও করিনি। বিষয়টি মাথায় ছিল। যখন কোনও হার্ডহিটার স্লটে বল দেখে, তখন সে বড় শট নেওয়ার কথা ভাবে। গুগলি আমার একটা অস্ত্র। এটা লেগ-স্পিনারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি আমাকে বলেছিলে, যত বেশি গুগলি করব, আমরা লেগ স্পিন তত বেশি কার্যকরী হবে। সেজন্য নেটে তোমাকে আমি গুগলি দিয়েছি। ভেবেই নিই যে, ম্যাচেও এবার বেশি করে গুগলি দেওয়ার চেষ্টা করব। প্রথম ওয়ানডে ম্যাচে মিক্স করতে চেয়েছিলাম ডেলিভারি। কায়রন পোলার্ডকে বল করার সময় তুমি বলেছিলে আমাকে ফুল লেন্থ ডেলিভারি করতে। আমার মনে হয়েছিল যদি, ঠিক লেন্থে বল ফেলতে না পারি, তাহলে ৮০ শতাংশ সম্ভাবনা থেকে যাবে ছক্কা হজম করার।" রোহিত সব শুনে চাহালকে জানিয়ে দেন যে, সে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার। তাঁর ভাবনা যেন সবসময় স্বচ্ছ থাকে।