টেস্ট খেলা দেশগুলির মধ্যে টিটোয়েন্টিতে সাফল্যের হার বেশি ভারতের

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৮ রানে হারিয়ে আরও একটা সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। 

Updated By: Dec 24, 2017, 10:56 AM IST
টেস্ট খেলা দেশগুলির মধ্যে টিটোয়েন্টিতে সাফল্যের হার বেশি ভারতের

নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টিটোয়েন্টির সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। রোহিত-রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ইন্দোরে ৮৮ রানে ম্যাচ জেতে ভারত। গোটা ম্যাচে রান উঠেছে ৪৩২। এর সঙ্গে একটি রেকর্ডও হয়েছে।  টেস্ট খেলা দেশগুলির মধ্যে টিটোয়েন্টিতে জয়ের হার বেশি ভারতেরই। 

ভারতের জয়ের হার ৬১.৯৩ শতাংশ। ৯০টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৫৪টি। হার ৩৩টি ম্যাচে। টাই হয়েছে ১টি। ২ টি খেলায় কোনও ফল হয়নি।  

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে শার্দুল-কেদার

ভারতের টিটোয়েন্টি ইতিহাসে কটকে আগের ম্যাচে সবচেয়ে বড় ব্যবধান জয় টিম ইন্ডিয়ার। ওই ম্যাচে ৯৩ রানে জিতেছিলেন রোহিতরা। এর আগে ২০১২ সালে কলম্বোয় ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ রানে জিতেছিল ভারত।  

.