কপিল, কুম্বলে, হরভজনদের টপকে গেলেন রবীন্দ্র জাদেজা

Updated By: Aug 5, 2017, 01:29 PM IST
কপিল, কুম্বলে, হরভজনদের টপকে গেলেন রবীন্দ্র জাদেজা

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজের টেস্ট কেরিয়ারে দেড়শো উইকেটের মালিক হলেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি'সিলভাই তাঁর টেস্ট কেরিয়ারের দেড়শোতম শিকার। আর সেই বিচারে তিনি টপকে গেলেন কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিংদেরও। কারণ, দেড়শো উইকেট ঝুলিতে ভরতে রবীন্দ্র জাদেজা নিলেন মাত্র ৩২টি টেস্ট। দ্বিতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন জাদেজা।

আরও পড়ুন প্যারিস সাঁজার জার্সি গায়ে চাপিয়ে কী বললেন নেইমার?

অনিল কুম্বলের ১৫০ উইকেট পেতে লেগেছিল ৩৪টি টেস্ট। হরভজন সিংয়ের ক্ষেত্রে লেগেছিল ৩৫টি টেস্ট। আর হরিয়ানার হ্যারিকেন কপিল দেবের ক্ষেত্রে লেগেছিল ৩৯টি টেস্ট। এই বিষয়ে জাদেজার আগে শুধু রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ১৫০ উইকেট পেতে সময় নিয়েছিলেন মাত্র ২৯টি টেস্ট। এই প্রসঙ্গে, কলম্বো টেস্টের খবরও জেনে নিন। ভারতের ৬২২/৯ এর জবাবে ব্যাট করতে নেমে শনিবার শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮৩ রানে। পাঁচ উইকেট নেন অশ্বিন। ফলো অনের পর ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে রান ১ উইকেটে ২৬।

আরও পড়ুন  এবার বোর্ডের কাছে নিজেদের মাইনে দ্বিগুন করার দাবি জানালেন নির্বাচকরা

.