India vs Sri Lanka, Rohit Sharma: নিজামের শহরে রোহিতের চোখ অনন্য বিশ্বরেকর্ডে

পাক অলরাউন্ডার শোয়েব মালিককে টপকে যাবেন রোহিত শর্মা।

Updated By: Feb 24, 2022, 10:05 AM IST
India vs Sri Lanka, Rohit Sharma: নিজামের শহরে রোহিতের চোখ অনন্য বিশ্বরেকর্ডে
রোহিতের চোখ বিশ্বরেকর্ডে

নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পরেই লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka, 1st T20I)। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও দাসুন শানাকারা (Dasun Shanaka)। আর এই সিরিজেই রোহিতের চোখ অনন্য বিশ্বরেকর্ডে।

রোহিত শুধু তিন ম্যাচ খেলেই বিশ্বরেকর্ডে নিজের নাম লিখিয়ে নিতে পারবেন। এই মুহূর্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার নজির রয়েছে পাকিস্তানের শোয়েব মালিকের (Shoaib Malik)। পাক অলরাউন্ডার দেশের জার্সিতে খেলেছেন ১২৪টি টি-২০ ম্যাচ। রোহিত লখনউয়ে নামার আগে পর্যন্ত খেলেছেন ১২২টি টি-২০ ম্যাচ। যার মানে রোহিত সিরিজের তিনটি ম্যাচ খেলার পরেই পৌঁছে যাবেন মগডালে।

বিশ্বে মাত্র ৯ জন ক্রিকেটার শতাধিক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তাঁদের মধ্যে একজন রোহিত। বলাই বাহুল্য যে, ভারতীয়দের মধ্যে রোহিতই সবচেয়ে বেশি দেশের হয়ে কুড়ি ওভারের ফরম্যাটে মাঠে নেমেছেন। ভারতীয়দের মধ্যে রোহিতের পরে রয়েছেন এমএস ধোনি (৯৮) ও বিরাট কোহলি (৯৭)। কোহলির ১০০ টি-২০ ম্যাচ খেলার এখনও অনেক সুযোগ রয়েছে যদিও। চলতি টি-২০ সিরিজে কোহলি বিশ্রাম নিয়েছেন। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া টেস্টে ফের দলে ফিরবেন।

সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা প্রথম ৫ ক্রিকেটার

১) শোয়েব মালিক (পাকিস্তান)-১২৪
২) রোহিত শর্মা (ভারত)-১২২
৩) মহম্মদ হাফিজ (পাকিস্তান)-১১৯
৪) অইন মর্গ্যান (ইংল্যান্ড)-১১৫
৫) মাহমুদুল্লাহ (বাংলাদেশ)-১১৩

 ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ সূচি

প্রথম টি-২০ ম্যাচ- ২৪ ফেব্রুয়ারি, লখনউ
দ্বিতীয় টি-২০ ম্যাচ- ২৬ ফেব্রুয়ারি, ধরমশালা
তৃতীয় টি-২০ ম্যাচ-২৭ ফেব্রুয়ারি, ধরমশালা

আরও পড়ুন: IND vs SL, Ravindra Jadeja: দু'মাস পর দলে ফিরলেন জাদেজা! কী বলছেন তারকা অলরাউন্ডার?

আরও পড়ুনRohit Sharma: এক বা দুই নয়! রোহিত জানালেন দেশের তিন ভাবী অধিনায়কের নাম
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.