বিরাটের পর রোহিতের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

Updated By: Aug 31, 2017, 06:31 PM IST
বিরাটের পর রোহিতের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

ওয়েব ডেস্ক:  বিরাট কোহলির ধুমাধার ব্যাটিংয়ের পর রোহিত শর্মা। ভারতের জোড়া ফলার হামলায় কাহিল শ্রীলঙ্কা। পাশাপাশি, মণীশ পান্ডে ও ধোনির ব্যাটে ভর করে শেষপ‌র্যন্ত শ্রীলঙ্কাকে ৩৭৬ রানের বিশাল টার্গেট দিয়ে দিল টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে একপ্রকার লঙ্কা বোলারদের ধুয়ে দেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। মাত্র ৯৬ বলে ১৩১ রান করে আউট হন কোহলি। এদিন তিনি একদিনের কেরিয়ারের ২৯তম সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডু প্লেসিকে টপকে ‌যান।

অন্যদিকে, অধিনায়কের সঙ্গেই সমান মেজাজে খেলে ৮৬ বলে একদিনের কেরিয়ারে ১৩তম সেঞ্চুরি করেন রোহিত শর্মা। শেষপ‌র্যন্ত ১০৪ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। অ্যাঞ্জেলো ম্যাথিউজের বলেন ডিকওলারা হাতে ক্যাচ দিয়ে ফিরে ‌যান রোহিত। ভারতের স্কোর তখন ৪ উইকেটে ২৬২ রান।

এদিন হার্দিক পান্ডিয়া আউট হয়ে ‌যান ১৯ রানে। পাশাপাশি শিখর ধবন আউট হন ৪ রানে। অন্যদিকে, ৩৭.৪ ওভারের মাথায় কে এল রাহুল আউট হন ৭ রানে। মণীশ পান্ডে ৪২ বলে হাফ সেঞ্চুরি করেন। মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি পেলেন না মাহি। ধোনি শেষপ‌র্যন্ত ৪২ বলে ৪৯ রান করেন।

আরও পড়ুন-একদিনের ক্রিকেটে মরশুমে সর্বোচ্চ রানের মালিক কোহলি

.