একদিনের ক্রিকেটে মরশুমে সর্বোচ্চ রানের মালিক কোহলি
ওয়েব ডেস্ক: ব্যাট হাতে টানা ক্ষরার পর রানে ফিরতেই রেকর্ড করলেন বিরাট কোহলি। চলতি মরশুমে একদিনের ম্যাচে সর্বোচ্চ রানের মালিক হলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক। বৃহস্পতিবার কলোম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে টপকে গেলেন প্রোটিয়া ব্যাটসম্যান ডু প্লেসিকে।
আরও পড়ুন - শ্রীলঙ্কার বিরুদ্ধে হেলায় সেঞ্চুরি হাঁকালেন বিরাট
চলতি সিরিজের শুরু থেকে রানে ছিলেন না কোহলি। ফলে একদিনের মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে কোহলির নাম দেখতে বেশ কিছুটা অপেক্ষা করতে হল তাঁর ভক্তদের। এদিন তাঁর ১৩১ রানের ইনিংসের দৌলতে চলতি মরশুমে কোহলির সংগ্রহ ৯০৭ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডুপ্লেসি। তাঁর সংগ্রহে মোট ৮১৪ রান। ৭৮৫ রান নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট।
চলতি বছরে মোট ১৭টি ম্যাচ খেলেছেন কোহলি। গড় ৮২.৪৫। স্ট্রাইক রেট ১০০র কিছু বেশি। মো ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি করেছেন কোহলি। এর মধ্যে ৯১টি বাউন্ডারি ও ১৮টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি।