Bhuvneshwar Kumar: ভুবনেশ্বরের সামনে অনন্য টি-২০ রেকর্ডের হাতছানি

টি-২০ ম্যাচে পাওয়ার-প্লেতে সর্বাধিক উইকেটসংগ্রাহকদের তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে উঠে এসেছেন ভুবনেশ্বর। ৫৯টি ইনিংসে ৩৩টি উইকেট নিয়েছেন ভুবি এবং তাঁর ইকোনমি রেট মাত্র ৫.৬৬। ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি ৫০টি ইনিংসে ৩৩টি উইকেট নিয়েছেন ও নিউজিল্যান্ডের টিম সাউদি ৬৮ ইনিংসে ৩৩টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেটে কেউই ভুবির ধারেকাছে নেই।

Updated By: Jun 14, 2022, 03:05 PM IST
Bhuvneshwar Kumar: ভুবনেশ্বরের সামনে অনন্য টি-২০ রেকর্ডের হাতছানি
ভুবনেশ্বর কুমার দাঁড়িয়ে অনন্য টি-২০ রেকর্ডের সামনে

নিজস্ব প্রতিবেদন: কটকে বল হাতে অনবদ্য পারফরম্যান্স করেছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ভারত ম্যাচ হারলেও তাঁর বোলিং আলাদা করে নজর কেড়েছিল সবার। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন এই অভিজ্ঞ পেসার। এর মধ্যে তিনটি উইকেটই ছিল পাওয়ার-প্লে চলাকালীন। মঙ্গলবার অর্থাৎ আজ বিশাখাপত্তনমে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ ম্যাচে এক ঈর্ষণীয় টি-২০ রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভুবি।

টি-২০ ম্যাচে পাওয়ার-প্লেতে সর্বাধিক উইকেটসংগ্রাহকদের তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে উঠে এসেছেন ভুবনেশ্বর। ৫৯টি ইনিংসে ৩৩টি উইকেট নিয়েছেন ভুবি এবং তাঁর ইকোনমি রেট মাত্র ৫.৬৬। ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি ৫০টি ইনিংসে ৩৩টি উইকেট নিয়েছেন ও নিউজিল্যান্ডের টিম সাউদি ৬৮ ইনিংসে ৩৩টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেটে কেউই ভুবির ধারেকাছে নেই।

এদিন আর একটি উইকেট পেলেই টি-২০ ক্রিকেটে পাওয়ার-প্লেতে সর্বাধিক উইকেটশিকারি হয়ে যাবেন ভুবি। একসময় চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল ভুবির কেরিয়ার কিন্তু নিজেকে ফিট করে ফের স্বমহিমায় ফিরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম দু'টি ম্যাচ ইতিমধ্যেই হেরেছে ভারত। বিশাখাপত্তনমে হারলেই সিরিজ হারবে ভারত। 

সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে ভারতকে এই ম্যাচ। ব্যাটারদের পাশাপাশি ভালো পারফর্ম করতে হবে বোলারদেরও। বোলিংয়ে ভারত তাকিয়ে থাকবে সেই ভুবির দিকেই। পাওয়ার-প্লেতে উইকেট তুলতে ভুবিই ভরসা। চাহাল, হর্ষল পটেলের উপরও থাকবে বিশেষ দায়িত্ব। তবে আজ উমরান মালিক খেলেন কিনা সেদিকে সবারই নজর থাকবে। আবেশ খানকে বসিয়ে তাকে খেলানোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Explained: কীভাবে এশিয়ান কাপের মূল পর্বে উঠলেন সুনীলরা? জেনে নিন টুর্নামেন্টে ভারতের ইতিহাস

আরও পড়ুনIndia Vs Hong Kong: শেষ ম্যাচের আগেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ভারতের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  
 

.