ক্যাচ ফেললেন পার্থিব, প্যাভিলিয়নে বসে দেখলেন ঋদ্ধি

হাসিম আমলার ক্যাচ মিস করলেন পার্থিব প্যাটেল। 

Updated By: Jan 13, 2018, 07:32 PM IST
ক্যাচ ফেললেন পার্থিব, প্যাভিলিয়নে বসে দেখলেন ঋদ্ধি

 

ওয়েব ডেস্ক: ঋদ্ধিমানের পরিবর্তে খেলছেন পার্থিব প্যাটেল। হাসিম আমলার ক্যাচ গলালেন। আমলা তখন ৩০ রানে ব্যাট করছিলেন। ইশান্ত শর্মার বলে ক্যাচ মিস করলেন পার্থিব প্যাটেল। বল পার্থিবের থেকে একটু দূরে ছিল, তবে এমন হাফ চান্সকে অনেকবার কাজে লাগিয়েছেন ঋদ্ধিমান সাহা।  

ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে মনে করেন, ব্যাটে রান করাই নয়, উইকেট কিপার কত রান বাঁচাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ। মানে জীবনদান পাওয়ার পর আমলাই যদি দ্বিশতরান হাঁকিয়ে দিয়ে যান, সেই রানটাও ধরতে হবে। ক্রিকেটে একটা কথা চালু আছে, ক্যাচ মিস মানে ম্যাচ মিস। আর ব্যাটসম্যান ঋদ্ধিমানের ৩টি শতরান আছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজে কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানো হান্ড্রেড। আর ঋদ্ধির কিপিং দক্ষতা নিয়ে তো সন্দেহের অবকাশই নেই। অন্যদিকে ২০০২ সালে অভিষেক হওয়ার পর থেকে একটাও শতরান করতে পারেননি পার্থিব প্যাটেল। আর প্রতিটি টেস্টেই নিয়ম করে ক্যাচ বা স্টাম্পিং মিস করার অভ্যাস আছে তাঁর। 

প্রথম টেস্টে ১০টি ক্যাচ ধরে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙেছিলেন ঋদ্ধিমান সাহা। তবে দুই ইনিংসে তেমন রান পাননি। ব্যর্থ হয়েছিল গোটা দলও। অথচ সেঞ্চুরিয়নে ঋদ্ধিকে বসিয়ে খেলানো হল পার্থিব প্যাটেলকে। ক্যাপ্টেন কোহলির মতে, পার্থিবের ব্যাটের হাত ভাল। তবে টসের পর বিরাট কোহলি দাবি করেছেন, ঋদ্ধির হ্যামস্ট্রিংয়ে চোট আছে। তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। 

  

.