বৃষ্টির নামগন্ধ নেই, মাঠে পড়ন্ত বিকেলের কড়া রোদেই খেলা বন্ধ থাকল নেপিয়ারে
এরপরেই মাঠ ছাড়েন ক্রিকেটাররা। কারণ ওই প্রান্ত থেকে কোনও ভাবেই ব্যাট করতে পারছিলেন না ব্যাটসম্যানরা।
নিজস্ব প্রতিবেদন : বৃষ্টি বা মন্দ আলোর জন্য খেলা বন্ধ হতে দেখা যায়। কিন্তু মাঠ জুড়ে পড়ন্ত বিকেলের রোদ মাখামাখি করছে। আলোর কোনও খামতি নেই। তবু বন্ধ খেলা। এমন ঘটনা কিন্তু সচারচর দেখা যায় না। বুধবার নেপিরারের ম্যাকলারেন পার্কে নিউ জিল্যান্ড বনাম ভারত প্রথম একদিনের ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন এমনই বিরল ঘটনা দেখা গেল।
আরও পড়ুন - শামির আগুনে বোলিং, দোসর কুলদীপ-চাহল, ১৫৭ রানেই গুটিয়ে গেল কিউইরা
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১৫৭ রানে অল আউট হয়ে যায়। ১৫৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪১ রানে কোনও উইকেট না হারিয়ে ডিনার ব্রেকে যায় দুই দল। ফিরে এসে প্রথম ওভারেই রোহিত শর্মাকে প্যাভিলিয়নে ফেরান ব্রাসওয়েল। কিন্তু ওভার শেষ হতেই দেখা গেল বিপত্তি। একদিকের প্রান্তে পড়ন্ত বিকেলে ঢলে পড়া সূর্যের রশ্মি সরাসরি ব্যাটসম্যানের চোখে এসে পড়ছে। যার ফলে ব্যাটসম্যানের মনসংযোগ নষ্ট হচ্ছে দেখে ভারত অধিনায়ক বিরাট কোহলি আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। এরপরেই মাঠ ছাড়েন ক্রিকেটাররা। কারণ ওই প্রান্ত থেকে কোনও ভাবেই ব্যাট করতে পারছিলেন না ব্যাটসম্যানরা। ফলে এমন অবাক কাণ্ড দেখা গেল।
Sun halts play in Napier!
India are 44/1 in 10 overs, and they need 114 more runs to win the first ODI against New Zealand.
Follow #NZvIND live https://t.co/Wslkq5ocbd pic.twitter.com/CW6DpqnuyP
— ICC (@ICC) January 23, 2019
আধ ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। এর ফলে ভারতের সামনে নতুন টার্গেট দেওয়া হয় ৪৯ ওভারে ১৫৬ রান।