ছোট মাঠ, অচেনা প্রতিপক্ষ, ভয় ধরানো কিউই পরিবেশ ধোনিদের সামনে জয়ের রেকর্ডের হাতছানি
ওয়েব ডেস্ক: হ্যামিল্টনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে বিশ্বকাপে নয়া রেকর্ডের সামনে ভারতীয় দল। হ্যামিল্টনে আইরিশদের হারাতে পারলেই বিশ্বকাপে টানা নয় ম্যাচে জয়ের রেকর্ড গড়ে ফেলবেন ধোনিরা। পারথে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের টানা আটটি জয়ের রেকর্ড ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে ভারত। মহেন্দ্র সিং ধোনিদের লক্ষ্য গ্রুপ লিগে সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে খেলা। তবে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচে ধোনিকে ভাবাচ্ছে সেডন পার্কের ছোট বাউন্ডারি।
মাত্র ৬০ মিটারের বাউন্ডারি বোলারদের কাছে চরম পরীক্ষা হতে চলেছে। মহম্মদ সামি,উমেশ যাদব,আর অশ্বিনরা ছন্দে থাকলেও নতুন আবহাওয়ায় কিছুটা সতর্ক ধোনি ব্রিগেড। তার উপর পিচ কিউরেটর পরিস্কার জানিয়ে দিয়েছেন পিচের থেকে বাড়তি কোনও মুভমেন্ট পাবেন না পেসাররা। তবে হ্যামিল্টনে হাওয়ার জন্য কিছুটা সুইং পাবেন বোলাররা। ধোনি অবশ্য চার ম্যাচে সাঁইত্রিশ উইকেট পাওয়া বোলিং ব্রিগেডের উপরই আস্থা রাখছেন। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাহি একজন পেসারকে বিশ্রাম দিয়ে ভুবনেশ্বর কুমারকে খেলিয়ে দেখে নিতে চান তাঁর ফিটনেস লেভেল। রবীন্দ্র জাদেজার খারাপ ব্যাটিং ফর্ম ভাবাচ্ছে ধোনিকে। তার পরিবর্তে স্টুয়ার্ট বিনিকে খেলানোর ভাবনাও রয়েছে আইরিশদের বিরুদ্ধে।