খেলার ফাঁকে কোহলিদের অটোগ্রাফ দেওয়ায় নিষেধাজ্ঞা জারি বোর্ডের
খেলার ফাঁকে ভক্তদের আবদার রাখতে নিজের সই বেলানো বন্ধ হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের। সেটাও আবার বুকিদের ভয়ে। বিশ্বকাপের মাঝে ধোনি-কোহলিদের জন্য 'নো অটোগ্রাফ'ফতোয়া জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ওয়েব ডেস্ক: খেলার ফাঁকে ভক্তদের আবদার রাখতে নিজের সই বেলানো বন্ধ হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের। সেটাও আবার বুকিদের ভয়ে। বিশ্বকাপের মাঝে ধোনি-কোহলিদের জন্য 'নো অটোগ্রাফ'ফতোয়া জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বোর্ডের ভয় অটোগ্রাফের ছুঁতোয় বুকিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্রিকেটররা। আর তাই আইপিএলে শ্রীসন্থদের কীর্তি দেখে বিসিসিআই বুকিকাণ্ডে আর কোনও ঝুঁকি না নিয়ে খেলার মাঝে অটোগ্রাফে নিষেধাজ্ঞা জারি করল। এমনতি ভারতের মাঠে নিরাপত্তার কড়াকড়িতে ভারতীয় ক্রিকেটারদের হাতের নাগালে পান না ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বিদেশে বিশেষ করে অস্ট্রেলিয়া, ও.ইন্ডিজ, দ.আফ্রিকা, নিউজিল্যান্ডে খেলার মাঝে খেলোয়াড়দের কাছে পৌঁছে অটোগ্রাফ জোগাড় করা অপেক্ষাকৃত অনেক সহজ।