দ্বিতীয় টি-টোয়েন্টি-তে মুখোমুখি ভারত-আয়ারল্যান্ড, পরিবর্তনের সম্ভাবনা বিরাটের দলে

 মনে করা হচ্ছে, আজ রিজার্ভ বেঞ্চে বসে থাকা ইন-ফর্ম লোকেশ রাহুল, দীনেশ কার্তিক এবং উমেশ যাদবকে খেলাতে পারেন অধিনায়ক বিরাট কোহলি।

Updated By: Jun 29, 2018, 02:49 PM IST
দ্বিতীয় টি-টোয়েন্টি-তে মুখোমুখি ভারত-আয়ারল্যান্ড, পরিবর্তনের সম্ভাবনা বিরাটের দলে

নিজস্ব প্রতিবেদন: একদিকে কামব্যাক করার অদম্য ইচ্ছা। অন্যদিকে ধারাবাহিকতা ধরে রেখে পরীক্ষা চালিয়ে যাওয়া।  ডাবলিনে আজ দুই মেজাজে দুই দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগে আইরিশ দলের লক্ষ্য এখন বিরাটদের বিরুদ্ধে ম্যাচ জিতে সমতা ফেরানো। অন্যদিকে ভারতীয় ব্রিগেড চাইছে অনবরত পরীক্ষার মাধ্যমেই দলের নারী-নক্ষত্র আরও একবার পরখ করে নেওয়া। 

আরও পড়ুন- রাশিয়ায় বিশ্বকাপ! ঘুম ছুটেছে দেশের এই রাজ্যের বিদ্যুত্কর্মীদের

মনে করা হচ্ছে, আজ রিজার্ভ বেঞ্চে বসে থাকা ইন-ফর্ম লোকেশ রাহুল, দীনেশ কার্তিক এবং উমেশ যাদবকে খেলাতে পারেন অধিনায়ক বিরাট কোহলি। পরিবর্তন হতে পারে আইরিশ দলেও।

আরও পড়ুন- মায়ের সম্মান বাঁচাতে অবসর নিলেন ২৩ বছরের ‘মেসি’!

 

 

 

.