লালের চেয়ে গোলাপি বলে খেলা সহজ, বিরাটের প্রশংসা করে অভিমত সৌরভের
কেরিয়ারের ২৭ তম শতরান করলেন বিরাট কোহলি।
সুখেন্দু সরকার: ইডেনে দিন রাতের টেস্টে গোলাপি বলে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটে এসেছে ১৯৪ বলে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস। ভারতের বর্তমান অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ পূর্বসূরী সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর অভিমত, বিরাট রান মেশিন। ওর কাছে সব কিছুই সহজ মনে হয়।
কেরিয়ারের ২৭ তম শতরান করলেন বিরাট কোহলি। গোলাপি বলেও তাঁর আধিপত্য এতটুকুও কমেনি। তিনিই একমাত্র শতরানকারী। পূজারা ও রাহানে অর্ধ শতরানের পরই প্যাভিলিয়নে ফিরেছেন। গোলাপি বলের স্যুইং সামলাতে সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের। কিন্তু বিরাট সাবলীল। কপিবুক স্টাইলে কিছুটা বাইরে বেরিয়ে স্যুইং মোকাবিলা করেছেন ভারত অধিনায়ক। বিরাটের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, বিরাট রান মেশিন। ওর কাছে সব কিছুই সহজ মনে হয়। এর পাশাপাশি সৌরভ মনে করেন, গোলাপি বলের চেয়ে লাল বলে খেলা কঠিন।
শুক্রবার প্রথমে ব্যাট করে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। শনিবার ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির সংগ্রহ ১৩৬ রান। ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রানে ইনিংস ডিক্লেয়ার করেন ভারত অধিনায়ক। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট খুঁইয়ে ফেলেছে বাংলাদেশ। তারা করেছে ১৫২ রান।
আরও পড়ুন- ইডেনে শতরান করে মুঠো মুঠো রেকর্ড করলেন কিং কোহলি, দেখে নিন একনজরে