বাংলা ওয়াশের লক্ষ্যে বাংলাদেশ, ভারত নামছে সম্মান বাঁচাতে LIVE SCORE

তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।  

Updated By: Jun 24, 2015, 04:44 PM IST
বাংলা ওয়াশের লক্ষ্যে বাংলাদেশ, ভারত নামছে সম্মান বাঁচাতে LIVE SCORE

ওয়েব ডেস্ক: তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।  

বাংলাদেশ সফরে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতে। ম্যাচটি হবে ঐতিহাসিক শেখ বঙ্গবন্ধু মুজিবর রহমান স্ট্যাডিয়ামে, যার চলতি নাম মীরপুর স্ট্যাডিয়ামে। প্রথম ও দ্বিতীয় খেলা জিতে ৩ ম্যাচের সিরিজ নিজের দখলে রেখেছে বাংলাদেশ। বুধবার তৃতীয় একদিনের ম্যাচ কার্যত নিয়ম রক্ষা। কিন্তু মাঠে ও মাঠের বাইরে সিরিজের উত্তাপ দেখে কোনও অংশে অ্যাসেজের কম নয়। 'এশিয়ান অ্যাসেজ' বললেও খুব একটা বেশি বলা হবে না।

একদিকে রুবেল, তাস্কিন, মুস্তাফিজুররা গোলা ছুড়ছেন, আর সেই গোলায় ২২ গজে ঝলসে যাচ্ছেন বিরাট, ধোনি, রাহানে-রায়নারা। শুধু খেলায় হার নয়। হার হয়েছে মননেও। ৯৯-এর বিশ্বকাপে যাত্রা শুরু করা সেই বাংলাদেশ দীর্ঘ ১৫ বছর পর চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে। আর সেই জায়গা করে দিল কিনা ভারত। তবে তা ভারতের সম্মানহানি ঘটিয়েই। বিদেশের মাটিতে লুটপুটী খেয়েছে টিম ইণ্ডিয়া। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে দেশ। বিশ্বকাপ জয়ী দলের সব থেকে করুন দশা কিনা এবার এশিয়ার মাটিতেই। এশিয়ান জায়েন্টসদেরকে ভূলুণ্ঠিত করল কাটাতারের ওপারের দেশ-বাংলাদেশ। বাংলা ওয়াশের সামনে ভারত। বাংলাদেশ এর আগেই পাকিস্তানকে বাংলা ওয়াশের স্বাদ করিয়েছে। ওই স্বাদ যে মটেই মেঠো নয় তা কিছুটা টের পেয়েছে ভারতও। তাই এবার 'দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতে হয়', শেষ ম্যাচ জিতেই ফিরতে চায় ভারত।    

.