সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়ে প্রথম টি-২০ ম্যাচ ৭ উইকেটে জিতে নিল বাংলাদেশ

দিল্লির দূষণের বাধা পেরিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারাল মাহমুদুল্লাহর বাংলাদেশ।

Updated By: Nov 3, 2019, 11:06 PM IST
সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়ে প্রথম টি-২০ ম্যাচ ৭ উইকেটে জিতে নিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন: দিল্লির দূষণের বাধা পেরিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারাল মাহমুদুল্লাহর বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মাহমুদুল্লাহ বাহিনী।

এ দিন নির্ধারিত সময়েই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হয়। টসে জিতে রবিবারের ম্যাচে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। ম্যাচের শুরুতেই ভারতীয় ওপেনিং জুটিকে ধাক্কা দেন শফিউল ইসলাম। তাঁর বলে এলবিডাবলিউ হয়ে ব্যক্তিগত ৯ রানে প্যাভিলিয়নে ফিরে যান ভারত অধিয়ানয়ক রোহিত শর্মা। এর পর আমিনূল ইসলামের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিন নম্বরে ব্যাট করতে নামা লোকেশ রাহুলও। প্রথম ১০ ওভার পর্যন্ত ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর ছিল ৬৯ রান। এর পরই আমিনুল ইসলামের বলে নইমকে ক্যাচ দিয়ে ১৩ বলে করলেন ২২ রান ফেরেন শ্রেয়াস আয়ার। ১৩ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৮৩ রান।

১৪ ওভারের একেবারে শেষে রান আউট হয়ে ব্যক্তিগত ৪১ রানে প্যাভিলিয়নে ফিরে যান শিখর ধাওয়ানও। আফিফ হোসেনের বলে আউট হয়ে ফেরেন এই ম্যাচে অভিষেক হওয়া ভারতের অল-রাউন্ডার শিবম দুবেও। শেষে স্লগ ওভারে ঝোড়ো ইনিংশ খেলে ভারতের স্কোরবোর্ডে গতি আনেন ক্রুণাল পান্ডিয়া (১৫*) আর ওয়াশিংটন সুন্দরের (১৪*) জুটি। এই দু’জনের চওড়া ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান তোলে ভারত।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে চাননি, বাংলাদেশের বিরুদ্ধে তিন সেকেন্ডে রাজি কোহলি!

১৪৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ভারতকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। প্রথম ওভারে দীপক চাহারের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। তবে কোনও ভাবেই সেই চাপ দীর্ঘস্থায়ী হতে দেননি সৌম্য সরকার আর মহম্মদ নঈম। যখন প্রতি ওভারে প্রায় ৮ রান করে তুলছিল বাংলাদেশ, ঠিক তখনই চাহালের বলে ধাওয়ানের হাতে ক্যাচ দিতে ব্যক্তিগত ২৬ রানে আউট হন মহম্মদ নঈম। এর পর ম্যাচের হাল ধরেন সৌম্য সরকার আর মুশফিকুর রহিম। এর পর ১৬ ওভারের একেবারে শেষে খলিল আহমেদের বলে সৌম্য সরকার বোল্ড হলেও শক্ত হাতে ম্যাচের রাশ ধরেন মুশফিকুর। অধিনায়ক মাহমুদুল্লাহর সঙ্গে জুটি বেঁধে প্রথম ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করেন মুশফিকুর। মূলত মুশফিকুরের ৪৩ বলে দুরন্ত ৬০ রানের দৌলতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। ভারতের খারাপ ফিল্ডিং আর দীপক চাহার, মহম্মদ নঈমদের দীশাহীন বলিং বাংলাদেশের জয়ের পথ আরও সহজ করে দেয়।

.