Tokyo Olympics ২০২০: সেমিফাইনালে পরাজয়, মহিলা হকিতে ব্রোঞ্জের আশা জিইয়ে রাখল ভারত
ব্রোঞ্জের খেলায় প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন
নিজস্ব প্রতিবেদন: অলিম্পিকে পুরুষ হকিতে আগেই স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। আর এবার প্রত্যাশা জাগিয়েও হাড্ডাহাড্ডি লড়াই শেষেও সেমিফাইনালে (Semi Final) হেরে গেল ভারতের মহিলা হকি দল (Indian Women Hockey Team)। আর্জেন্টিনার বিরুদ্ধে মহিলা হকির সেমিফাইনালে ২-১ গোলে হেরে গেলেন রানি রামপালরা। যদিও ব্রোঞ্জের (Bronze) আশা জিইয়ে রাখলেন। গ্রেট ব্রিটেনের সঙ্গে ব্রোঞ্জের লড়াই করবে ভারত।
হকির ইতিহাসে এই প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে ওঠে ভারত। বিকেল সাড়ে ৩ টেয় শুরু হয় ম্যাচ। শুরু থেকেই প্রথম কোয়ার্টারের শেষে ১-০ গোলে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া। ১৭ মিনিটে সমতা ফেরায় আর্জেন্টিনা।
দ্বিতীয় কোয়ার্টার শেষেও স্কোর ১-১ ই থাকে। ৩৬ মিনিটে গোল করে আর্জেন্টিনা। হাড্ডাহাড্ডি খেলেও পিছিয়ে পড়ে ভারত। তৃতীয় কোয়ার্টার শেষে অবশেষে হার স্বীকার করতে হল ভারতকে।
আরও পড়ুন: 'দেশকে আমার পদক উৎসর্গ করলাম,' অলিম্পিকে ব্রোঞ্জ জিতে সকলকে ধন্যবাদ Lovlina-র
আরও পড়ুন: Tokyo Olympics 2020: রূপোর পদক নিশ্চিত ভারতের, কুস্তিতে ফাইনালে Ravi Kumar