বদলার সিরিজ শুরু কাল, ধোনিরা মরিয়া-কুকরা সাবধানী

গত বছর ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের যন্ত্রনা এখনও ভুলতে পারেননি মহেন্দ্র সিং ধোনিরা। টিম ইন্ডিয়া প্রকাশ্যে বলছে বটে যে এই সিরিজ কোনও বদলার সিরিজ নয়। কিন্তু আমেদাবাদ টেস্ট খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে অন্য কথা। বিরাট কোহলি থেকে জাহির খান, সকলেই কিন্তু বদলা নিতে মরিয়া। 

Updated By: Nov 14, 2012, 07:15 PM IST

গত বছর ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের যন্ত্রনা এখনও ভুলতে পারেননি মহেন্দ্র সিং ধোনিরা। টিম ইন্ডিয়া প্রকাশ্যে বলছে বটে যে এই সিরিজ কোনও বদলার সিরিজ নয়। কিন্তু আমেদাবাদ টেস্ট খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে অন্য কথা। বিরাট কোহলি থেকে জাহির খান, সকলেই কিন্তু বদলা নিতে মরিয়া। 
মোতেরার পিচ কিউরেটর জানিয়ে দিয়েছেন পিচ একেবারে স্পোটিং। কিন্তু ধোনিরা জানেন তৃতীয় দিন থেকেই এই পিচ স্পিনারদের স্বর্গ হয়ে দাঁড়াবে। তাই  দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলবে ভারত। জাহির খান, উমেশ যাদব, আর অশ্বিন ও প্রজ্ঞান ওঝা- এটাই হতে চলেছে ভারতীয় বোলিং লাইন আপ। সাত ব্যাটসম্যান হলেন সেওয়াগ, গম্ভীর, সচিন, কোহলি, পূজারা, যুবরাজ ও ধোনি।
ভারত-ইংল্যান্ড সিরিজে স্পিন বিভাগে অশ্বিন ও প্রজ্ঞান ওঝার উপরই বেশি আস্থা রাখছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মতে অশ্বিন এমন একজন বোলার যার স্পিনে বৈচিত্র আছে যা বিপাকে ফেলতে পারে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। যুবরাজ সিংয়ের ফিটনেস লেভেল নিয়েও সন্তুষ্ট ধোনি। তিনি জানান, যুবরাজের মত ব্যাটসম্যান দলে ফেরায় ব্যাটিং লাইন আপে মিডল অর্ডারের শক্তি বাড়িয়েছে। ইংল্যান্ড দলও অবশ্য বসে নেই। তারা জেনেই এসেছেন স্পিন পিচই তাদের দেওয়া হবে। তাই স্পিনারদের বিরুদ্ধে রীতিমত অনুশীলন করেই এসেছেন কুকরা।

.