রাহানেদের গোছানো ইনিংসে বিজয়ের গন্ধ

Updated By: Aug 23, 2015, 12:22 PM IST
রাহানেদের গোছানো ইনিংসে বিজয়ের গন্ধ
ছবি-বিসিসিআই।

চতুর্থ দিনের লাঞ্চের শেষে ভারত এগিয়ে ২৬৬ রানে।
 
ওয়েব ডেস্ক: কলম্বো টেস্টে জয়ের জন্য ঝাঁপাল ভারত। গল টেস্টে হারের পর সিরিজে পিছিয়ে পড়া বিরাট কোহলির দল আক্রমণাত্মক ক্রিকেট খেলল। কলম্বো টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত ভারত এগিয়ে ২৬৬ রানে, হাতে ৭ উইকেট। পরের সেশন পুরো খেলে আরও ১১০-১২০ রানের মত যোগ করতে পারলেই বেশ ভালপ জায়গায় চলে যাবে কোহলির দল।

দিনের শুরুতে মুরলি বিজয় যেভাবে গুছিয়ে দলকে ভাল জায়গায় নিয়ে যাচ্ছিলেন, সেটা বজায় রাখলেন আজিঙ্কা রাহানে। মাঝে বিরাট কোহলি (১০) আউট হয়ে গেল তেমন বিপদ আসেনি। ৮২ রানে আউট হয়েছেন বিজয়, ৮২ রানে ব্যাট করছেন রাহানে।

পিচের যা পরিস্থিতি তাতে ৩৫০ রান যথেষ্ট রান। ভারতীয় বোলারদের কাছে থাকবে ১২০ ওভারের মত। সাঙ্গাকারাদের সামনেও সুযোগ থাকছে। এটা পরিষ্কার সাঙ্গার জীবনের শেষ ম্যাচ সাঙ্গ হবে উত্তেজনা রেখেই।  

.