ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই স্থগিত

ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক টেনিস সংস্থা। 

Updated By: Aug 22, 2019, 08:44 PM IST
ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই স্থগিত

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ ডেভিস কাপের ‘টুর্নামেন্ট ডিরেক্টর’ অ্যালবার্ট কোস্টা কিছুদিন আগেই ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সন্তুষ্ট বলে জানিয়েছিলেন। কিন্তু সেটা কিছুদিন আগের কথা। তার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে অনেকটাই। যার জন্য এবার ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক টেনিস সংস্থা। 

আরও পড়ুন-  ভারতকে নিয়ে একের পর এক বেলাগাম মন্তব্য, বিতর্কে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ

এশিয়া ওশিয়ানিয়া জোন ১-এ ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপ টাই হওয়ার কথা ছিল ১৪ ও ১৫ সেপ্টেম্বর। ইসলামাবাদে হওয়ার কথা ছিল এই টাই। কিন্তু এই টাই নভেম্বরে করার কথা ঘোষণা করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়েছে। এমন অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৩ জুলাইয়ের মধ্যে এআইটিএ-র ভিসার আবেদন করার কথা ছিল। কিন্তু নিয়ম মেনে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন সেটা করেনি। 

.