পুণেতে ব্যাটিং বিপর্যয় ভারতের, সহজ জয় শ্রীলঙ্কার

পুণতে ব্যাটিং বিপর্যয় ভারতের। শ্রীলঙ্কার দুই পেসার রাজিথা আর শনাকার  দাপটে মাত্র ১০১ রানে শেষ হয় ভারতের ইনিংস। একমাত্র রবিচন্দ্রন অশ্বিন ও সুরেশ রায়না ছাড়া বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হন। অশ্বিন অপরাজিত থাকেন ৩১ রানে। রায়না ২০ রান করেন।  শ্রীলঙ্কার দুই বোলার রাজিথা ও শনাকা ৩টি করে উইকেট পান।

Updated By: Feb 9, 2016, 10:34 PM IST
পুণেতে ব্যাটিং বিপর্যয় ভারতের, সহজ জয় শ্রীলঙ্কার

ওয়েব ডেস্ক: পুণেতে ব্যাটিং বিপর্যয় ভারতের। শ্রীলঙ্কার দুই পেসার রাজিথা আর শনাকার  দাপটে মাত্র ১০১ রানে শেষ হয় ভারতের ইনিংস। একমাত্র রবিচন্দ্রন অশ্বিন ও সুরেশ রায়না ছাড়া বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হন। অশ্বিন অপরাজিত থাকেন ৩১ রানে। রায়না ২০ রান করেন।  শ্রীলঙ্কার দুই বোলার রাজিথা ও শনাকা ৩টি করে উইকেট পান।

জবাবে সহজ লক্ষ্যে হাসতে হাসতেই পৌঁছে যায় লঙ্কা ব্রিগেড। শ্রীলঙ্কার ওপেনিং জুটিকে শীঘ্রই ঘরে ফেরালেও দিনেশ চন্ডিমল ও চামারা কাপুগেদেরার পার্টনারশিপ শক্ত ভীত তৈরি করে দেয়। যেখান থেকে ম্যাচ ফেরানো অসম্ভব হয়ে যায় ভারতের। হাতে ৫ উইকেট রেখেই ম্যাচ জেতে লঙ্কা। আর এর সঙ্গেই সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল লঙ্কান ব্রিগেড।    

.