টি-টোয়েন্টি জিততে মরিয়া টিম ইন্ডিয়া

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। মেলবোর্নে জিতে সিরিজ ড্র করতে চান রোহিত শর্মা, সুরেশ রায়নারা। টেস্ট সিরিজের মত সিডনিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টপ অর্ডার ব্যাটিং লাইন আপ ব্যর্থ হওয়ায় চিন্তিত ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Updated By: Feb 2, 2012, 09:19 PM IST

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। মেলবোর্নে জিতে সিরিজ ড্র করতে চান রোহিত শর্মা, সুরেশ রায়নারা। টেস্ট সিরিজের মত সিডনিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টপ অর্ডার ব্যাটিং লাইন আপ ব্যর্থ হওয়ায় চিন্তিত ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে মাঠে তরুণ ক্রিকেটারদের লড়াকু মনোভাব কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে ভারত অধিনায়ককে। ড্রেসিংরুমে সুরেশ রায়না, বিরাট কোহলিদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন ধোনি। তাঁর আশা মেলবোর্নে টপ অর্ডার ব্যাটম্যানরা নিজেদের ভুল শুধরে ভাল পারফর্ম করবেন। মেলবোর্নে দ্রুত গতির উইকেটে দুই স্পিনারে খেলতে চাইছে না ভারতীয় দল। সেক্ষেত্রে অশ্বিন এবং রাহুল শর্মার মধ্যে একজন বাদ পড়তে পারেন। দলে আসতে পারেন জাহির খান। প্রবীণ কুমারের পরিবর্তে খেলতে পারেন ইরফান পাঠান। এদিকে অসি অধিনায়ক জর্জ বেইলির দাবি তাঁরা টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করবেন ভারতকে।

Tags:
.