ডোপের আভিযোগ ভারতীয় গোলরক্ষক সুব্রত পালের বিরুদ্ধে

ভারতীয় গোলরক্ষক সুব্রত পালের বিরুদ্ধে ডোপ করার আভিযোগ। নির্বাসনের খাঁড়া ঝুলছে তার উপর। আই লিগ সহ জাতীয় দলে অনিশ্চিত সুব্রত পাল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে কি পদক্ষেপ নেন সুব্রত। সেদিকে তাকিয়ে ভারতীয় ফুটবল। 

Updated By: Apr 25, 2017, 11:52 PM IST
ডোপের আভিযোগ ভারতীয় গোলরক্ষক সুব্রত পালের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: ভারতীয় গোলরক্ষক সুব্রত পালের বিরুদ্ধে ডোপ করার আভিযোগ। নির্বাসনের খাঁড়া ঝুলছে তার উপর। আই লিগ সহ জাতীয় দলে অনিশ্চিত সুব্রত পাল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে কি পদক্ষেপ নেন সুব্রত। সেদিকে তাকিয়ে ভারতীয় ফুটবল। 

এশিয়ান কাপ কোয়ালিফয়ার ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল। ডোপ করার অভিযোগে আপাতত কালো তালিকায় ভারতীয় গোলরক্ষক সুব্রত পাল। নাডার করা ডোপ পরীক্ষায় স্যাম্পল -এ রিপোর্ট  পজেটিভ। সেই রিপোর্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে পাঠিয়ে দিয়েছে নাডা। ফিফার নিয়মানুযায়ী  ডোপ করার অভিযোগ প্রমাণিত হলে সাতদিনের মধ্যে ফেডারেশনকে নির্বাসনে পাঠাতে হবে সুব্রত পালকে । শাস্তির মেয়াদ কমপক্ষে চার বছর নির্বাসন।   এশিয়ান কাপ কোয়ালিফয়ারের অংশগ্রহনের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়া বিরুদ্ধে একটি  প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছিল ভারত। তার  আগে মুম্বইতে ভারতীয় দলের  প্রশিক্ষণ  শিবির হয়েছিল।  সেই শিবির চলাকালিন নাডার প্রতিনিধিরা ভারতীয় ফুটবলারদের ডোপ টেষ্ট করে । সেই ডোপ পরীক্ষায় একমাত্র সুব্রত পালের স্যাম্পল -এ রিপোর্ট  পজেটিভ আসে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সুব্রত পালকে তাকিয়ে থাকতে হবে স্যাম্পল -বি রিপোর্টের দিকে। সুব্রত পাল , ভারতের সবচেয়ে দামি ফুটবলার। দেশের হয়ে ষাটটি ম্যাচ খেলেছেন । ২০০৭ এবং ২০০৯ সালে নেহেরু কাপ জেতেন । AFC চ্যালেঞ্জ কাপে অংশ নেন ২০০৮ সালে। গত বছর অর্জুন পুরুস্কার পান সুব্রত পাল।

.