IND VS IRE | T20 World Cup 2023: 'চক দে ইন্ডিয়া'! স্মৃতির ব্যাটে, বৃষ্টির দাপটে আবারও সেমিফাইনালে ভারত
India edge Ireland through to the semi-finals to join England and Australia: স্মৃতি মন্ধনার ব্যাট ও বৃষ্টির দাপটে ভারত চলে গেল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে। ২০১৮, ২০২০ (রানার্স) র পর ভারত ফের বিশ্বযুদ্ধের শেষ চারে। বলাই যায় 'চক দে ইন্ডিয়া'!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি মহিলাদের টি-২০ বিশ্বকাপের (ICC Women's T20 World Cup 2023) গ্রুপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তান হেরে যায়। বিসমা মারুফদের (Bismah Maroof) তিন রানে হারিয়ে দেন হেলে ম্য়াথিউজরা (Hayley Matthews)। গতকালের এই ম্যাচের পরেই ভারতের শেষচারের পথ কাঁটামুক্ত হয়ে গিয়েছিল। সোমবার অর্থাৎ আজ ভারত লিগের শেষ ম্যাচে, আয়ারল্যান্ডকে (India Women vs Ireland Women) হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট কনফার্মড করে নিত। এই ছিল সহজ সমীকরণ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে ভারত চলে গেল আরও একটি টি-২০ বিশ্বকাপের সেমিতে।
মেয়েদের চলতি টি-২০ বিশ্বকাপে শুরুটা দারুণ করেছিল হরমনপ্রীত কউরের ভারত। বিসমা মারুফের পাকিস্তান ও হ্যালি ম্যাথিউজের ওয়েস্ট ইন্ডিজকে (West ব্যাক-টু-ব্যাক হারিয়ে ভারত একেবারে জয়ের সরণিতেই ছিল। তবে গত শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই করেও ভারত ১১ রানে হেরে গিয়েছিল। ভারত বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই রান তাড়ার পথে হেঁটেছিল। সোমবার অর্থাৎ আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে হরমনপ্রীতরা প্রতিপক্ষকে বল করতে পাঠিয়ে ছিলেন। এদিন গাবেখার (পোর্ট এলিজাবেথের নতুন নাম) সেন্ট জর্জেস পার্কে জ্বলে ওঠেন ভারতের তারকা ওপেনার ও ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা। ১৮.৪ ওভার পর্যন্ত তিনি ক্রিজে ছিলেন। ৫৬ বলে ৮৭ রানের মারকুটে ইনিংস খেলেন স্মৃতি। ৯টি চার ও ৩টি ছয় হাঁকান ১৫৫.৩৫-এর স্ট্রাইক রেটে। মাত্র ১৩ রানের জন্য স্মৃতিকে সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়। যদিও কেরিয়ারের সর্বোচ্চ আন্তর্জাতিক টি-২০ রানের ইনিংস খেলে ফেলেন তিনি।
আরও পড়ুন: Prithvi Shaw: পৃথ্বীকে হামলার অভিযোগ স্বপ্নার বিরুদ্ধে! অভিনেত্রীর ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত
এদিন স্মৃতি ছাড়া ভারতের একজন ব্যাটারই কুড়ির গণ্ডি টপকাতে পেরেছেন। তিনি আরেক ওপেনার শেফালি বর্মা। ২৯ বলে ২৪ রান করেন শেফালি। হরমনপ্রীত কউর (১৩), রিচা ঘোষ (০) ও জেমিমা রডরিগেজ (১৯) প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। যদিও ক্যাপ্টেন হরমনপ্রীত ১৩ রান করেই আন্তর্জাতিক রেকর্ড করে ফেলেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দেশের জার্সিতে ৩০০০ রান করলেন। মেয়েদের মধ্যে চতুর্থ তিনি। ভারতের পুরুষ ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মাই একমাত্র দেশের হয়ে টি-২০ ক্রিকেটে তিন হাজার আন্তর্জাতিক টি-২০ রানের মাইলস্টোন স্পর্শ করতে পেরেছেন। এদিন স্মৃতি ব্যাট হাতে এই রান করতে না পারলে, ভারতে ১০০ তুলতে দম বেরিয়ে যেত।
ভারতের রান তাড়া করতে নেমে আয়ারল্য়ান্ড ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে। ওপেনার অ্যামি হান্টার ও এক রানের মাথায় রানআউট হয়ে যান। তিনে ব্যাট করতে নামা ওরলা প্রেনডেরগাস্টকে (০) বোল্ড করে দেন রেণুকা সিং। গত ম্যাচে যিনি পাঁচ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। ক্রিজে ছিলেন গাবি লুইস (২৫ বলে ৩২) ও ক্যাপ্টেন লরা ডিলানি (২০ বলে ১৭)। ঠিক তখনই খেলা থেমে যায়। ঝেঁপে বৃষ্টি নামে। পিচ ঢেকে ফেলা হয় কভারে। ডাকওয়ার্থ লুইস নিয়ম মেনে ঠিক এই জায়গায় আয়ারল্যান্ড পাঁচ রানে পিছিয়ে ছিল। আইরিশদের জেতার জন্য ৭০ বলে ১০২ রান প্রয়োজন ছিল। প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই মাঠে আর খেলা সম্ভব নয়। ডিএলএস নিয়ম মেনেই ভারত চলে গেল বিশ্বকাপের শেষ চারে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দিল তারা।