ইডেনে ভারত-পাক ম্যাচের টিকিট লটারিতে

ইডেনে ভারত-পাক ম্যাচের টিকেটের চাহিদা তুঙ্গে। টিকিট বিক্রির ক্ষেত্রে বিতর্ক এড়াতে স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে লটারি করে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সিএবি। ২৭ কিংবা ২৮ তারিখ থেকে ভারত-পাক ম্যাচের টিকিট পাওয়া যাবে।

Updated By: Dec 18, 2012, 10:47 PM IST

ইডেনে ভারত-পাক ম্যাচের টিকেটের চাহিদা তুঙ্গে। টিকিট বিক্রির ক্ষেত্রে বিতর্ক এড়াতে স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে লটারি করে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সিএবি। ২৭ কিংবা ২৮ তারিখ থেকে ভারত-পাক ম্যাচের টিকিট পাওয়া যাবে।
এদিকে ইডেনে একদিনের ম্যাচের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে ভারত আর পাকিস্তানের অধিনায়কদের আমন্ত্রণ জানাতে চলেছে সিএবি। ১৯৮৭ সালের ১৮ ফেব্রুযারি ইডেনে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত আর পাকিস্তান। আগামী ৩ জানুযারি আবার মুখোমুখি চিরপ্রতিন্দন্দ্বী এই দুই দল। ইডেনে প্রথম একদিনের ম্যাচের দুই অধিনায়ক কপিল দেব আর ইমরান খানকে বিশেষ সংবর্ধনা দিতে চাইছে সিএবি। ইডেনে একদিনের ম্যাচের ২৫ বছর উপলক্ষ্যে খেলে যাওয়া সব অধিনায়ককে আমন্ত্রণ পত্র পাঠাচ্ছে সিএবি।

.