নরম প্রতিপক্ষের উপর আঁচড় কাটছে ভারত

ক্যারিবিয়ানদের এই হতশ্রী পারফরম্যান্স দেখে ওয়াকিবহাল মহলের সিংহভাগই আশঙ্কা করছে এই ম্যাচ তিন দিন গড়ালে হয়! এখনই ভারতের ইনিংসে জয়ের স্বপ্ন দেখছেন অনেক ক্রিকেট অনুরাগীরা।

Updated By: Oct 5, 2018, 05:16 PM IST
নরম প্রতিপক্ষের উপর আঁচড় কাটছে ভারত

নিজস্ব প্রতিবেদন: ভারত-৬৪৯/৯, উইন্ডিজ-৯৪/৬।   রাজকোট টেস্টে দ্বিতীয় দিনের শেষে স্কোর কার্ডটা ঠিক এমনই।

আরও পড়ুন- সেওয়াগের সঙ্গে পৃথ্বির তুলনা করবেন না: সৌরভ

বৃহস্পতিবার রাজকোটে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। যদিও তাঁদের শুরুটা একেবারেই ভাল হয়নি। শুরুতেই লোকেশ রাহুলের উইকেট খুইয়ে খানিকটা চাপেও পড়ে যায় ভারত। তবে সেই পরিস্থিতি মোকাবিলা করে দ্বিতীয় দিনের শেষে বেশ শক্তপক্ত জায়গায় এসে দাঁড়াল বিরাটের দল। সৌজন্য পৃথ্বি (১৩৪)-বিরাট (১৩৯)-জাদেজার শতরান। সঙ্গে ঋষভের ৮৪ বলে ৯২ রানের  ঝোড়ো ইনিংস। রয়েছে পূজারার অর্ধ-শতরানও। এক কথায় গ্যাবরিয়েল, লুইস, চেস, বিশুদের বিরুদ্ধে রান পেয়েছে গোটা ভারত-ই। যার সুবাদে দেড় দিন ব্যাট করেই উইন্ডিজের বিরুদ্ধে ৬৪৯ রান তুলে ফেলেছে ভারত।

আরও পড়ুন- 'প্রিয় দিদি'-র জন্য বার্সেলোনা থেকে এল স্বয়ং মেসির উপহার

এতো না হয় গেল ব্যাটিং ডিপার্টমেন্টের কথা। বোলিংয়েও ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের বিরুদ্ধে একতরফা পারফরম্যান্সই করেছে ভারতীয় বোলাররা। ব্রেথওয়েট, পাওয়েল, হোপদের কার্যত ক্রিজে দাঁড়াতেই দেননি শামি, অশ্বিন, কুলদীপরা।  একটা সেশনেই গুটিয়ে গিয়েছে সফরকারী দেশ। ২৯ ওভার ব্যাট করে হাফডজন উইকেট হারিয়ে একশো রানও তুলতে পারেনি তাঁরা। ক্যারিবিয়ানদের এই হতশ্রী পারফরম্যান্স দেখে ওয়াকিবহাল মহলের সিংহভাগই আশঙ্কা করছে এই ম্যাচ তিন দিন গড়ালে হয়! এখনই ভারতের ইনিংসে জয়ের স্বপ্ন দেখছেন অনেক ক্রিকেট অনুরাগীরা।  

আরও পড়ুন- অভিষেকের ৬ বছর পর প্রথম টেস্ট শতরান পেলেন ‘স্যার’ রবীন্দ্র জাদেজা

সহজ করে বললে, আইসিসি তালিকায় বিশ্বের এক নম্বর দেশের সঙ্গে আট নম্বরে থাকা দেশ খেললে যেমন একপেশী খেলা হয়, ভারত-বনাম উইন্ডিজ টেস্টটাও কার্যত সেটাই হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যানে ভারত এই ম্যাচ ও সিরিজ জেতার পর অনেকটাই হয়ত অনেকটাই এগিয়ে থাকবে, তবে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে - ব্রিটিশদের কাছে ভরাডুবির পর উইন্ডিজদের বিরুদ্ধে এই বিরাট জয়ের কী আদৌ কোনও মানে থাকবে!  

.