ম্যাকাউকে ৪-১ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেল ভারত

Updated By: Oct 11, 2017, 10:28 PM IST
ম্যাকাউকে ৪-১ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেল ভারত
ছবি সৌজন্য : টুইটার

ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলে নিজেদের জমি ক্রমশ শক্ত করছে ভারত। ম্যাকাউকে ৪-১ গোলে পর্যদুস্ত করে এএফসি এশিয়ান কাপ খেলার ছাড়পত্র পেল সিনিয়র ভারতীয় দল। ২০১১ সালে শেষবার এই টুর্নামেন্টের মূলপর্বে খেলেছিল ভারতীয় ফুটবল দল।

ভারতীয় ফুটবলের সোনালি মুহুর্ত। ২০১১ সালের পর এএফসি এশিয়ান কাপ খেলার ছাড়পত্র পেয়ে গেলেন সুনীল ছেত্রীরা। বুধবার বেঙ্গলুরুতে ম্যাকাউকে ৪-১ গোলে হারিয়ে এশিয়ার সেরা টুর্নামেন্টের মূলপর্বে খেলা নিশ্চিত করে ফেলে ব্লু ব্রিগেড। মঙ্গলবার মায়ানমার বনাম কিরঘিজিস্তানের ম্যাচে ড্র হওয়ায়, বুধবার জিতলেই মূলপর্বে চলে যেতেন সুনীলরা। সেই সুযোগ হাতছাড়া করেননি কনস্ট্যানটাইন ব্রিগেড। প্রথমার্ধে রাউলিন বর্জেসের গোলে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। যদিও কিছুক্ষণের মধ্যেই সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেয় ম্যাকাউ। দ্বিতীয়ার্ধে ফের একবার ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী।

গুরুত্বপূর্ণ সময়ে দেশের জার্সিতে গোল করাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন তারকা স্ট্রাইকার। আত্মঘাতী গোলে ভারতের জয় নিশ্চিত হয়। কনস্ট্যানটাইন জমানায় শেষ ১২টার মধ্যে ১১টা ম্যাচ জিতেছে ভারত। যুব বিশ্বকাপে অমরজিতদের দুরন্ত পারফরম্যান্সের মধ্যেই সুনীলদের এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছনো বুঝিয়ে দিচ্ছে যে সঠিক পথেই এগোচ্ছে ভারতীয় ফুটবল।

আরও পড়ুন- এশিয়া কাপ হকিতে জাপানকে ৫-১ গোলে হারাল ভারত

.