অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ল বিরাটের টিম ইন্ডিয়া

সোমবার সিডনিতে চতুর্থ টেস্ট ড্র হয়ে যায়। ফলে চার টেস্টের সিরিজ বিরাট কোহলির দল জিতে নিল ২-১ ব্যবধানে।

Updated By: Jan 7, 2019, 11:01 AM IST
অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ল বিরাটের টিম ইন্ডিয়া
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল ভারতীয় ক্রিকেট দল। প্রথমবার অজিদের ডেরায় গিয়ে টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। সোমবার সিডনিতে চতুর্থ টেস্ট ড্র হয়ে যায়। ফলে চার টেস্টের সিরিজ বিরাট কোহলির দল জিতে নিল ২-১ ব্যবধানে।

আরও পড়ুন: সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে ফলো-অন করাল ভারত

চতুর্থ তথা সিরিজের ফাইনাল টেস্টে শুরু থেকেই চালকের আসনে ছিল ভারত। অস্ট্রেলিয়াকে রবিবার ম্যাচের চতুর্থ দিনে ফলো অনও করতে পাঠান বিরাট কোহলি। কিন্তু সেই ইনিংস সামান্য একটু গড়াতেই বৃষ্টির জেরে বন্ধ হয়ে যায় খেলা।

সোমবার ম্যাচের পঞ্চম দিন বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হতে থাকে। পরে আউটফিল্ড ভিজে থাকায় আম্পায়ররা ম্যাচ ড্র ঘোষণা করেন। বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল ভারত। দ্বিতীয়টিতে জিতে সিরিজে সমতা ফেরায় টিম পেইনের দল।

কিন্তু মেলবোর্নে তৃতীয় টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়ে অজিরা। ফলে সিরিজ ড্র করতে তাঁদের শেষ টেস্ট জিততেই হত। কিন্তু চতুর্থদিনই স্পষ্ট হয় ভারত সিরিজ জিততে চলেছে। কারণ, অস্ট্রেলিয়ার পক্ষে যে এ ম্যাচে জয় সম্ভব নয়, তা স্পষ্ট হয়ে যায় চতুর্থ দিনই।

আরও পড়ুন: চার দিন পর ঘরে ফিরেছে 'সচিন', মজার টুইট সৌরভের!

ম্যাচে ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন চেতেশ্বর পূজারা। বিরাটের দলের মিডল অর্ডারের ভরসা পূজারা ১৯৩ রান। তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। গোটা সিরিজেই দুর্দান্ত খেলেছেন পূজারা। করেছেন ৫২১ রান। তাই তাঁকেই দেওয়া হয়েছে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার।

.