Rahul Dravid | Asia Cup 2023: 'খুবই মিস করেছি ওকে'! তৈরি হচ্ছে ভারতের কাপযুদ্ধের 'ব্রক্ষ্মাস্ত্র', জানালেন গুরু

India coach Rahul Dravid On Jasprit Bumrah Comeback: এশিয়া কাপের আগেই রাহুল দ্রাবিড় পেয়ে গিয়েছেন তাঁর দলের এক নম্বর বোলারকে। জসপ্রীত বুমরা এখন তৈরি পুরোপুরি ভাবে। পেসারকে পেয়ে দ্রাবিড় তাঁর ভাবনাও জানিয়ে দিলেন।

Updated By: Aug 29, 2023, 06:12 PM IST
Rahul Dravid | Asia Cup 2023:  'খুবই মিস করেছি ওকে'! তৈরি হচ্ছে ভারতের কাপযুদ্ধের 'ব্রক্ষ্মাস্ত্র', জানালেন গুরু
দ্রাবিড় জানিয়ে দিলেন বুমরাকে নিয়ে তাঁর পরিকল্পনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১১ মাস মাঠের বাইরে ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোট সারিয়ে তিনি ফিরেছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ়ের হাত ধরে। দু’টি ম্যাচে চার উইকেট নিয়ে সিরিজ় সেরাও হন তিনি। তাঁর নেতৃত্বেই ভারত হারিয়েছে আয়ারল্যান্ডকে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বুমরার ফিটনেস দেখে নিতেই তাঁকে পাঠানো হয়েছিল আয়ারল্যান্ডে। এবার বুমরার সামনে জোড়া কাপযুদ্ধ। বুমরাকে পেয়ে ভীষণ খুশি জাতীয় দলের হেডস্যর রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দ্রাবিড় জানিয়ে দিয়ে গেলেন যে, বুমরাকে একেবারে নতুন ভাবে গড়ে নিতে চান তিনি। তার জন্য এক মাস সময় রয়েছে তাঁর হাতে।

আরও পড়ুন: Suryakumar Yadav | Asia Cup 2023: 'বুঝতেই পারছি না'! বিশের বাঘ পঞ্চাশে হতাশ, দিশাহীন সূর্য আলোর সন্ধানে...

মঙ্গলবার দ্রাবিড় সংবাদসংস্থা পিটিআই-কে বুমরার ব্য়াপারে বলেন, 'সত্যি ভালো লাগছে জসপ্রীত বুমরাকে ফিরে পেয়ে। বিগত দু'বছর ওকে খুবই মিস করেছি আমরা। আমি অবশ্যই বলব যে, ও সেভাবে খুব একটা ম্য়াচ খেলেনি। কিন্তু ওকে ফিরে পেয়েছি। ধীরে ধীরে ওকে মানিয়ে নেব। আয়ারল্যান্ড সফরে ও চার ওভার করে পেয়েছে। বিশ্বকাপের আগে পুরো এক মাস পাব বুমরাকে তৈরি করে নেওয়ার জন্য। আমাদের পেস বোলিং বিভাগে বিকল্প আরও বাড়ল বুমরা আসায়। বিশ্বকাপের মতো লম্বা টুর্নামেন্টে আমাদের সম্পদের বৃদ্ধি অত্যন্ত ভালো।' বুমরার দিকে চোখ ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। বুমরার প্রত্যাবর্তন নিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি এক অনুষ্ঠানে কথা বলেছেন, সৌরভ বলেন, 'বুমরাকে আয়ারল্যান্ডে ভালোই দেখলাম। টি-টোয়েন্টি দিয়ে শুরু করল। এবার পঞ্চাশ ওভারে বল করবে। ১০ ওভার বল করবে। সময়ের সঙ্গে ওর ফিটনেস আরও ভালো হবে।'

আয়ারল্য়ান্ড সফরের আগে, গতবছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টি-২০ খেলেছিলেন বুমরা। খেলেই ফের মাঠের বাইরে চলে গিয়েছিলেন জাতীয় দলের এক নম্বর পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কর ট্রফিতে খেলার কথা থাকলেও, শেষ পর্যন্ত বুমরার পা পড়েনি মাঠে। অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টানা রিহ্যাব চলছে বুমরার। এখন তিনি ফের আগুন ঝলসাচ্ছেন।

ভারতের এশিয়া কাপের দল: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি , মহম্মদ সিরাজ , কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। স্ট্যান্ড-বাইতে রয়েছেন সঞ্জু স্যামসন।

আরও পড়ুন: Team India | Asia Cup 2023: মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলের! নক্ষত্র ক্রিকেটারকে পাচ্ছেন না রোহিতরা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.