অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা আছে ভারতের: সৌরভ গাঙ্গুলি

ভারতের ব্যাটিং নিয়ে একটু হলেও চিন্তা রয়েছে সৌরভের। কারণ ভারতের বোলিং লাইন বেশ শক্তিশালী বলেই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 3, 2020, 04:39 PM IST
অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা আছে ভারতের: সৌরভ গাঙ্গুলি
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  আইপিএল শেষে আড়াই মাসের অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া। তিনটি ওয়ান ডে, তিনটি টি-টোয়েন্টি এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির দল। শেষবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল কোহলি অ্যান্ড কোম্পানি। এবার কঠিন সিরিজ অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য। তবে অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা রাখে টিম ইন্ডিয়া। জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

 

ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, "নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়া ভয়ঙ্কর দল। ওদের দলে স্মিথ, ওয়ার্নার, লাবুশানের মতো সেরা ব্যাটসম্যানরা রয়েছে। আগেরবারের সফরে স্মিথ-ওয়ার্নার ছিল না। কিন্তু এবার তারা দলে থাকায় অজিদের শক্তি অনেকটা বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার পেস আক্রমণ শক্তিশালী। ভারতের জন্য কঠিন সিরিজ হবে। তবে অস্ট্রেলিয়া যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে হারানোর ক্ষমতা রয়েছে ভারতের। ভারতের লড়াই করার ক্ষমতা আছে। তাই এই সিরিজে বেশ লড়াই হবে।"

 

ভারতের ব্যাটিং নিয়ে একটু হলেও চিন্তা রয়েছে সৌরভের। কারণ ভারতের বোলিং লাইন বেশ শক্তিশালী বলেই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর মতে,"ভারতের ব্যাটসম্যানদের বড় বড় ইনিংস খেলতে হবে। যারা ভালো ব্যাট করবে তারাই সিরিজ জিতবে। ভারতের ব্যাটসম্যানদের বড় রান করতে হবে।
 ভারতের বোলিংয়ে ভারসাম্য রয়েছে। বুমরাহ, শামিরা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পরীক্ষা নেবে।"

 

আরও পড়ুন - অস্ট্রেলিয়ায় যেতে পারেন রোহিত শর্মা! বড়সড় ইঙ্গিত দিলেন বোর্ড প্রেসিডেন্ট 

 

.