Gautam Gambhir: 'বিশ্বকাপ জিতবে না ভারত...'! রোহিতদের অশনি সংকেত দিলেন গম্ভীর
মঙ্গলবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ঘরের মাঠে অজিদের মুখোমুখি হওয়ার আগে রোহিতদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup)। আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে চলবে ১৬ দলের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বসেরা হওয়ার অন্যতম দাবিদার রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়াও। কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের আগে সীমিত ওভারের ক্রিকেট খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টি-২০ ও সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
মঙ্গলবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ঘরের মাঠে অজিদের মুখোমুখি হওয়ার আগে রোহিতদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গৌতম গম্ভীর। দেশের জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার সাফ জানিয়ে দিলেন যে, ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে না পারে, তাহলে বিশ্বকাপ জিততে পারবে না।
আরও পড়ুন: Virat Kohli, IND vs AUS : টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন ভূমিকায় খেলবেন বিরাট? খোলসা করলেন রোহিত
ভারতের প্রাক্তন ওপেনার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমি আগেও বলেছি, আবারও বলছি। ভারত অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে কিন্তু বিশ্বকাপ জিততে পারবে না। ২০০৭ টি-২০ বিশ্বকাপ দেখুন, আমরা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ছিলাম। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ওদের গুঁড়িয়ে আমরা কোয়ার্টার ফাইনালে গিয়েছিলাম। আসন্ন টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া সবচেয়ে প্রতিদ্বন্দ্বী দল। যে কোনও প্রতিযোগিতায় জিততে হলে ওদের হারাতেই হবে।'
অন্যদিকে ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির আন্তর্জাতিক টি-২০ প্রত্যাবর্তন বড় ধাক্কা খেয়েছে। কোভিড আক্রান্ত হওয়ায় 'সহেসপুর এক্সপ্রেস'-এর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলা হবে না! বিসিসিআই মেইল মারফত শামির অনুপস্থিতির কথা জানিয়ে দিয়েছে। শামির পরিবর্ত হিসাবে চেতন শর্মার নির্বাচক কমিটি বেছে নিয়েছে উমেশ যাদবকে।
আরও পড়ুন: Rohit Sharma, Umesh Yadav: সিরাজ-কৃষ্ণা থাকতেও কেন আচমকাই দলে উমেশ? সাংবাদিকদের যা বোঝালেন রোহিত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সংশোধিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, হর্ষল প্যাটেল, দীপক চাহার ও জসপ্রীত বুমরা।