ম্যানচেস্টারে ধোনিদের লজ্জার হার এখন শুধু সময়ের অপেক্ষা
ম্যানচেস্টার টেস্টে লজ্জার হারের মুখে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের কাছে ২১৫ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটিংয়ে ধস নেমেছে। ৬৬ রানের মধ্যেই ফিরে গিয়েছেন ছয় ভারতীয় ব্যাটসম্যান।
ওয়েব ডেস্ক: ম্যানচেস্টার টেস্টে লজ্জার হারের মুখে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের কাছে ২১৫ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটিংয়ে ধস নেমেছে। ৬৬ রানের মধ্যেই ফিরে গিয়েছেন ছয় ভারতীয় ব্যাটসম্যান।
প্রথম ইনিংসের মত ব্যর্থ গম্ভীর (১৮),মুরলী বিজয় (১৮) বিরাট কোহলি (৭),আজিঙ্কা রাহানে (৭), চেতেশ্বর পুজারা (১৭),জাদেজা (৪)। অ্যান্ডারসনের পেস তো আছেন আনকোড়া মইন আলির স্পিনও ভারতীয়দের নাকানিচোবানি খাওয়াচ্ছে। ইনিংস হার এড়াতে এখনও করতে হবে ১৫৪ রান। সিরিজে ভারত ১-২ পিছিয়ে যাচ্ছে তো বটেই,ইনিংস হারও হয়তো হতে চলেছে। সাউদাম্পটন টেস্টে ভারত হারে ২৬৭ রানে। এবার হতো সেই লজ্জাকেও টেক্কা দেবে ম্যানচেস্টার টেস্টের হার।
ব্যাট করতে গিয়ে মারাত্মক চোট পেয়ে মাঠা ছাড়ায় প্রথম ইনিংসে ৬ উইখেট পাওয়া স্টুয়ার্ট ব্রডকে খেলতে হচ্ছে না ভারতীয় ব্যাটসম্যানদের। তাতে অবশ্য লাভ হল না গম্ভীর, কোহলিদের সাফ করতে মইন আলিই যথেষ্ট হলেন।
দিনের শুরুতে ইংল্যান্ডের লিড ২০০ রান টপকে দেন রুট (৭৭),বাটলার (৭০)। দীর্ঘ অপেক্ষার পর উইকেট পান পঙ্কজ সিং।