মলদ্বীপকে হারিয়ে সাফ কাপের সেমি ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান

এবার দলে তরুণ এবং অনভিজ্ঞ ফুটবলারের সংখ্যা বেশি।

Updated By: Sep 9, 2018, 10:03 PM IST
মলদ্বীপকে হারিয়ে সাফ কাপের সেমি ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান
সৌজন্যে- টুইটার (এআইএফএফ)

নিজস্ব প্রতিবেদন :  মলদ্বীপকে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত সাফ কাপের  সেমিফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়ন ভারত। বুধবার সেমিফাইনালে ভারতের সামনে পাকিস্তান।

শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে সাফ কাপে অভিযান শুরু করলেও ভারতীয় দলের খেলায় পুরোপুরি খুশি হতে পারেননি কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তিনি ফুটবলারদের কাছ থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করেন বলে জানান। রবিবার নিয়মরক্ষার ম্যাচে মলদ্বীপের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই খুব একটা স্বস্তিতে ছিলেন না স্টিফেন। কারণ একটাই, এবার দলে তরুণ এবং অনভিজ্ঞ ফুটবলারের সংখ্যা বেশি। বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে মলদ্বীপের বিরুদ্ধে ৩৬ মিনিটে নিখিল পূজারীর গোলে প্রথমেই এগিয়ে যায় ভারত। বিরতির আগেই মনবীর সিংয়ের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় কনস্টানটাইনের ছেলেরা।

আরও পড়ুন - উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডকে হারাল স্পেন

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া ভারত শেষ পর্যন্ত এই ফল ধরে রাখে। শ্রীলঙ্কার পর মলদ্বীপকে হারিয়ে সাফ কাপের সেমি ফাইনালে চলে গেল ভারতীয় ফুটবল দল। পাকিস্তান এদিন ৩-০ গোলে হারায় ভুটানকে। সাফ কাপের শেষ চারে বুধবার মুখোমুখি ভারত-পাকিস্তান।

.