গতবারের তুলনায় এবার তাঁর দল বেশি শক্তিশালী, বললেন বিরাট কোহলি
গতবারের তুলনায় এবার তাঁর দল বেশি শক্তিশালী। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ড পৌছে দাবি ভারত অধিনায়ক বিরাট কোহলির। ইংল্যান্ডে পপ কনসার্টে জঙ্গি হানার ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। পাশাপাশি জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডে নিরাপত্তা নিয়ে তাঁদের মনে কোনও আশঙ্কা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে তাঁরা মুখিয়ে আছেন বলে জানিয়েছেন কোহলি। জানুয়ারির পর একদিনের ম্যাচে খেলেনি ভারত। দুটি প্রস্তুতি ম্যাচ খেলেই উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তাঁরা। যদিও কোহলির দাবি পাক ম্যাচ তাঁদের কাছে আর পাঁচটা ম্যাচের মতই।
ওয়েব ডেস্ক: গতবারের তুলনায় এবার তাঁর দল বেশি শক্তিশালী। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ড পৌছে দাবি ভারত অধিনায়ক বিরাট কোহলির। ইংল্যান্ডে পপ কনসার্টে জঙ্গি হানার ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। পাশাপাশি জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডে নিরাপত্তা নিয়ে তাঁদের মনে কোনও আশঙ্কা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে তাঁরা মুখিয়ে আছেন বলে জানিয়েছেন কোহলি। জানুয়ারির পর একদিনের ম্যাচে খেলেনি ভারত। দুটি প্রস্তুতি ম্যাচ খেলেই উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তাঁরা। যদিও কোহলির দাবি পাক ম্যাচ তাঁদের কাছে আর পাঁচটা ম্যাচের মতই।
আরও পড়ুন কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি প্রস্তাব দিল টি টোয়েন্টিতে ডিআরএস চালু করার
অন্যদিকে, মেয়াদ বাড়ছে না অনিল কুম্বলের। টাকা বাড়ানোর দাবি তুলে বোর্ডের রোশানলে কোহলিদের হেডস্যার। নতুন কোচের সন্ধানে বিজ্ঞাপন দিচ্ছে বিসিসিআই। সরাসরি অনিল কুম্বলের সঙ্গে চুক্তি নবিকরণের রাস্থায় হাঁটল না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বরং টিম ইন্ডিয়ার জন্য নতুন কোচের খোঁজে বিজ্ঞাপন দিয়ে বোর্ড কর্তারা বুঝিয়ে দিলেন কুম্বলের থেকে ভাল কাউকে পাওয়া যায় কি না তাঁর খোঁজে আছেন তাঁরা। এই মনোভাব থেকেই পরিষ্কার কোচ হিসাবে কুম্বলের পারফরম্যান্স পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি বোর্ড কর্তাদের। তবে নতুন কোচের বিজ্ঞাপন দেওয়ার সময় বাছাই করার ক্ষেত্রে সবাইকে চমকে দিয়েছেন বোর্ড কর্তারা। কারণ বৃহস্পতিবারই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ড পৌছেছে ভারতীয় দল। বিজ্ঞাপন অনুযায়ী একত্রিশে মে-র মধ্যে কোচের পদের জন্য আবেদন করতে পারেন ইচ্ছুক ব্যক্তিরা। অবশ্য বর্তমান কোচ হওয়ার ফলে কুম্বলের আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন তিনি। কোচের পদপ্রার্থীদের ইন্টারভিউ নেবেন সচিন, সৌরভ, লক্ষ্মণকে নিয়ে গড়া বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটি। উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শেষ হচ্ছে ভারতীয় দলের কোচের পদে কুম্বলের মেয়াদ।
আরও পড়ুন ইংল্যান্ড ভারতীয় ক্রিকেট দল, কিন্তু রোহিত, কেদার এদেশেই