Intercontinental Cup Final: ভুবনেশ্বরে সুনীল-চাংতে ম্যাজিক, লেবাননকে উড়িয়ে কাপ ভারতের

India Beats Lebanon To Clinch Intercontinental Cup Final: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শেষ হাসি হাসল 'ব্ল্যু টাইগার্স'। লেবাননকে হারিয়ে ভারত জিতে নিল আন্তঃমহাদেশীয় কাপের ফাইনাল। দুই গোলদাতা সুনীল-চাংতে। 

Updated By: Jun 18, 2023, 09:50 PM IST
Intercontinental Cup Final: ভুবনেশ্বরে সুনীল-চাংতে ম্যাজিক, লেবাননকে উড়িয়ে কাপ ভারতের
জয়ের দুই কারিগর সুনীল-চাংতে। ছবি-ইন্ডিয়ান ফুটবল টিম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'জয় হে'! রবির ভুবনেশ্বরে তেরঙা উড়ল। ভারত ২-০ গোলে লেবাননকে (India vs Lebanon) হারিয়ে জিতে নিল আন্তঃমহাদেশীয় কাপ (Intercontinental Cup Final)। ২০১৮ সালের পর ফের ট্রফি ভারতের। দ্বিতীয়ার্ধে অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) ও লালিয়ানজুয়ালা চাংতের (Lallianzuala Chhangte) গোলেই ইগর স্টিমাচের (Igor Stimac) শিষ্যরা ফাইনালে বাজিমাত করলেন। আলেকজান্ডার ইলিচের টিমকে ট্রফির কাছ থেকেই ফিরে আসতে হল। মঙ্গোলিয়া এবং ভানুয়াটুকে হারিয়ে আন্তঃমহাদেশীয় কাপের ফাইনাল টিকিট কনফার্ম করেছিলেন সুনীলরা। গত বৃহস্পতিবার লেবাননের বিরুদ্ধে ড্র করেও সেজন্য ভারতকে সমস্যা পোহাতে হয়নি। লেবাননের বিরুদ্ধে নামার আগে স্টিম্যাচের মাথার মধ্যে ঘোরপাক খেয়েছিল এই টুর্নামেন্টে ভারতের একের পর এক গোল নষ্ট! মঙ্গোলিয়া-ভানুয়াটু-লেবাননের বিরুদ্ধে প্রচুর গোল নষ্ট করেছিলেন সুনীলরা। কিন্তু এদিন যেন এক অন্য ভারতকেই দেখল ফ্যানরা। দুরন্ত ফুটবল খেলে কিংস কাপের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিলেন সুনীলরা।

এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল ভারত। কিন্তু খেলা গড়ানোর পরেই নিজেদের ছন্দ কোথাও যেন হারিয়ে ফেলে দল। পরিকল্পনার অভাব পরিষ্কার ফুটে উঠেছিল। আক্রমণগুলোও যেন ছকে হচ্ছিল না। ম্যাচের একদম গোড়ার দিকে ভারত একটি পেনাল্টি পেলেও পেতে পারত। আশিক কুরুনিয়ানকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন লেবাননের ফারান। কিন্ত রেফারি সুনীলদের আবেদনে কর্ণপাত করেননি। প্রথমার্ধে গোলের দেখা না পেয়েই মাঠ ছেড়েছিলেন সুনীলরা। দ্বিতীয়ার্ধে এই দলটাই একদম বদলে গেল। যেন তেল দেওয়া মেশিন হয়ে গেল স্টিম্যাচের শিষ্যরা। নিখিল পুজারী তাঁর স্কিলের ঝলক দেখান ন্যানো সেকেন্ডের মধ্যে, ছোট্ট টার্ন নিয়ে পাস করেন চাংতেকে। চাংতে দারুণ দৌড়ে ক্রস করেন ছেত্রীকে। গোলকিপারকে ওয়ান টু ওয়ান পেয়ে গোল করতে কোনও ভুলই করেননি সুনীল। এরপর ৬৬ মিনিটে ভারত দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায়। মাঝমাঠ থেকে সুনীল পাস বাড়ান নাওরেম মহেশেকে। মহেশের আগুনে শট প্রথমে সাবে (লেবাননের গোলরক্ষক) রুখে দিয়েছিলেন। কিন্তু বল প্রতিহত হয়ে চলে আসে একদম গোলের মুখে দাঁড়িয়ে থাকা চাংতের পায়ে। চাংতেও বল জালে জড়াতে সময় নেননি। এই গোলের পরেই ডাগআউটে স্টিমাচ ও বাকি সাপোর্ট স্টাফদের উচ্ছ্বাস বলে দিয়েছিল যে, ট্রফি ভারতেরই। এরপর ভারত সেপ্টেম্বর থাইল্যান্ডে গিয়ে কিংস কাপ খেলবে। নকআউট ভিত্তিতে  ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। দেখার আন্তঃমহাদেশীয় কাপ জেতাটা ভারতকে কতটা অক্সিজেন দিতে পারে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.