ইস্টবেঙ্গলের জয়ে কলকাতায় স্বস্তি
এবারের ফেডারেশন কাপ থেকে একে একে বিদায় নিয়েছে মোহনবাগান, মহামেডান, প্রয়াগ, কালিঘাট এমএসের মত কলকাতার দলেরা। শিবরাত্রির সলতের মত টিকে থাকা ইস্টবেঙ্গল অবশ্য কোনওক্রমে রক্ষা পেল। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ২-১ গোলে জিতল ওএনজিসির বিরুদ্ধে। ম্যাচের ১১ মিনিটে ডিফেন্সের দোষে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল।
এবারের ফেডারেশন কাপ থেকে একে একে বিদায় নিয়েছে মোহনবাগান, মহামেডান, প্রয়াগ, কালিঘাট এমএসের মত কলকাতার দলেরা। শিবরাত্রির সলতের মত টিকে থাকা ইস্টবেঙ্গল অবশ্য কোনওক্রমে রক্ষা পেল। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ২-১ গোলে জিতল ওএনজিসির বিরুদ্ধে। ম্যাচের ১১ মিনিটে ডিফেন্সের দোষে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল।
সেখান থেকে বিরতির একেবারে শেষে গোলশোধ করেন চিডি। আর খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে জয়সূচক গোলটি করেন মননদীপ সিংয়ের গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে মর্গ্যান ব্রিগেড। ৭৭ মিনিটে লাল কার্ড দেখেন ওএনজিসির ইয়ুসা। গ্রুপের অন্য ম্যাচে কালিঘাট এমএসকে ৩-২ গোলে হারিয়ে লড়াই জমিয়ে দিল স্পোর্টিং ক্লাব দি গোয়া। সেমিফাইনালে উঠতে হলে এখন মঙ্গলবার কালিঘাট এমএসের বিরুদ্ধে শেষ ম্যাচে বড় জয় পেতে হবে ইস্টবেঙ্গলকে।