গুরকিরাত-স্যামসন জুটিতে ভারতীয় এ দলের সিরিজ জয়

ত্রিদেশীয় সিরিজ জিতল ভারতীয় এ দল। চেন্নাইতে ফাইনালে গুরকিরাত সিংয়ের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে অস্ট্রেলিয়া এ দলকে চার উইকেটে হারিয়ে দেয় রাহুল দ্রাবিড়ের ছেলেরা। এদিন টসে জিতে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে ৫০ ওভারে নয় উইকেটে ২২৬ রান তোলে। অসি অধিনায়ক ওসমান খাজা সর্বোচ্চ ৭৬ রান করেন। কর্ন শর্মা ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় ভারতীয় দল। কিন্তু গুরকিরাত সিং-সঞ্জু স্যামসনের অনবদ্য সাতাশি রানের জুটি জয় এনে দেয় ভারতীয় এ দলকে। গুরকিরাত ৮৭ ও স্যামসন ২৪ রানে অপরাজিত থাকেন।

Updated By: Aug 14, 2015, 07:39 PM IST
গুরকিরাত-স্যামসন জুটিতে ভারতীয় এ দলের সিরিজ জয়

ব্যুরো: ত্রিদেশীয় সিরিজ জিতল ভারতীয় এ দল। চেন্নাইতে ফাইনালে গুরকিরাত সিংয়ের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে অস্ট্রেলিয়া এ দলকে চার উইকেটে হারিয়ে দেয় রাহুল দ্রাবিড়ের ছেলেরা। এদিন টসে জিতে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে ৫০ ওভারে নয় উইকেটে ২২৬ রান তোলে। অসি অধিনায়ক ওসমান খাজা সর্বোচ্চ ৭৬ রান করেন। কর্ন শর্মা ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় ভারতীয় দল। কিন্তু গুরকিরাত সিং-সঞ্জু স্যামসনের অনবদ্য সাতাশি রানের জুটি জয় এনে দেয় ভারতীয় এ দলকে। গুরকিরাত ৮৭ ও স্যামসন ২৪ রানে অপরাজিত থাকেন।

 

.