IND vs PAK, Asia Cup 2022: মহারণে কি বৃষ্টি হবে? জানুন পিচ রিপোর্ট থেকে সম্ভাব্য দল

ভারত-পাকিস্তান ম্যাচ ভারতীয় সময়ে শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। প্রথামাফিক টস তিরিশ মিনিট আগে। Star Sports 1, Star Sports 3 ও Star Sports Select HD  চ্যানেল ম্যাচের লাইভ সম্প্রচার করবে। অনলাইনে স্ট্রিম করবে Hotstar।

Updated By: Aug 28, 2022, 04:27 PM IST
 IND vs PAK, Asia Cup 2022: মহারণে কি বৃষ্টি হবে? জানুন পিচ রিপোর্ট থেকে সম্ভাব্য দল
মুখোমুখি রোহিত শর্মা-বাবর আজম

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই সংযুক্ত আরব আমির শাহিতে বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণ (IND vs PAK, Asia Cup 2022)। এশিয়া কাপে দুই চির প্রতিদ্বন্দ্বী দল তাদের অভিযান শুরু করছে। রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজম (Babar Azam) ম্যাচের দিকে তাকিয়ে ওয়াঘার এপার ও ওপারের ফ্যানরা। এখন প্রশ্ন ইন্দো-পাক মহাযুদ্ধে কি বৃষ্টি ভিলেন হতে পারে! পিচ রিপোর্টই বা কী বলছে! কখন আর কোথায় কীভাবে দেখা যাবে ম্যাচ! এই সব প্রশ্নের উত্তর রয়েছে এই প্রতিবেদনেই। 

আবহাওয়ার পূর্বাভাস 
রবিবার অর্থাৎ আজ দুবাইয়ের আকাশ একদম ঝকঝকে থাকবে। খেলা চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে ঝড় বইবে। তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৩৫ শতাংশের কাছাকাছি থাকবে।

পিচ রিপোর্ট
দুবাই আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামের পিচ স্পিন-সহায়ক হলেও সম্প্রতি পেসাররা এই পিচ থেকে সাহায্য পেয়েছেন। গতবছর টি-২০ বিশ্বকাপে এই মাঠেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। আগুনে বোলিংয়ে একাই খেলার হিসেব বদলে দিয়েছিলেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। ভারতের টপ-অর্ডার নিজের হাতে গুঁড়িয়ে দেন তিনি।

আরও পড়ুন: INDvsPAK, Asia Cup 2022: অবশেষে স্বস্তি, করোনা মুক্ত হয়ে রোহিতদের সঙ্গে ডাগআউটে থাকছেন 'দ্য ওয়াল' 

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল
 
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:  বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফখর জমন, আসিফ আলি, ইফতিকার আহমেদ, হায়দার আলি, শাহদাব খান, মহম্মদ নাওয়াজ, হ্যারিস রউফ, নাসিম শাহ, শেহনাওয়াজ দাহানি।

ভারত-পাকিস্তান ম্যাচ ভারতীয় সময়ে শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। প্রথামাফিক টস তিরিশ মিনিট আগে। Star Sports 1, Star Sports 3 ও Star Sports Select HD  চ্যানেল ম্যাচের লাইভ সম্প্রচার করবে। অনলাইনে স্ট্রিম করবে Hotstar।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.