IND vs PAK, ICC T20 World Cup 2022: পাকিস্তানের মহড়া নেওয়ার জন্য আটদিন আগে কোন বড় সিদ্ধান্ত নিলেন রোহিত? জেনে নিন

IND vs PAK, ICC T20 World Cup 2022: রবিবার থেকে শুরু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব। তার আগে ১৬ দলের অধিনায়কদের নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল আইসিসি। সেখানে প্রত্যাশিত ভাবেই অধিকাংশ প্রশ্ন উড়ে আসে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার দিকে। খুব স্বাভাবিক ভাবেই মহম্মদ শামি যিনি জসপ্রীত বুমরার জায়গায় শেষ বেলায় টিমে ঢুকেছেন, তাঁকে নিয়ে প্রশ্ন করায় রোহিতকে।   

Updated By: Oct 15, 2022, 05:47 PM IST
IND vs PAK, ICC T20 World Cup 2022: পাকিস্তানের মহড়া নেওয়ার জন্য আটদিন আগে কোন বড় সিদ্ধান্ত নিলেন রোহিত? জেনে নিন
পাক বধের পরিকল্পনা সেরে নিয়েছেন রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জরুরি কাজ ফেলে রাখা তিনি পছন্দ করেন না। অস্ট্রেলিয়ায় (Australia) পা রেখেই সেটা বুঝিয়ে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে মেলবোর্নের বাইশ গজে নামবে টিম ইন্ডিয়া (Team India)। টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) অভিযান শুরু করার আগে হাতে কিছুটা সময় আছে। তবে বাবর আজমদের (Babar Azam) মহড়া নেওয়ার জন্য আটদিন আগেই প্রথম একাদশ সাজিয়ে ফেলেছেন। আইসিসি (ICC) পরিচালিত 'ক্যাপ্টেনস মিট'-এ এসে সেটা বুঝিয়ে দিলেন 'হিটম্যান'। 

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেছেন, 'আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পছন্দ করি না। তাই ছেলেদের আগে থেকেই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিই, যাতে ওরা প্রস্তুত হয়ে নামতে পারে। পাকিস্তান ম্যাচের প্রথম একাদশ ভেবে ফেলেছি। যারা খেলবে তাদের জানিয়েও দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের জন্য কিছু ফেলে রাখতে চাইছি না।' 

আইসিসি ইভেন্টে বরাবর পাকিস্তানকে টেক্কা দিয়ে এসেছে ভারত। ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জিতেছিল প্রতিবেশী দেশ। তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) পাক দলের কাছে ১০ উইকেটে লজ্জার হার হজম করেছিল বিরাট কোহলির (Virat Kohli) দল। এছাড়া রোহিতের অধিনায়কত্বে এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার-ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচেও হারের মুখ দেখেছিল ভারত। সেই ম্যাচে পাঁচ উইকেটে জেতার জন্য প্রতিযোগিতা থেকেই ছিটকে যায় টিম ইন্ডিয়া। তাই হয়তো রোহিত এবার অনেক আগে বিপক্ষকে হারানোর ছক কষে রেখেছেন। 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

রোহিত ফের যোগ করেছেন, 'ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা, সেটা আমরা ভালো জানি। তবে সব সময় এই নিয়ে কথা বলি না। এশিয়া কাপের সময়েও অন্য কথা বলে নিজেদের ব্যস্ত রেখেছিলাম। আধুনিক ক্রিকেটে সব দলই ভয়ডরহীন হয়ে গিয়েছে। আমাদের সেই মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে হবে। আগে টি-টোয়েন্টিতে ১৪০ রান তুললেই জেতা যেত। এখন ১৪-১৫ ওভারেই সেই রান উঠে যায়।' 

আরও পড়ুন: Rohit Sharma and Babar Azam, IND vs PAK: সীমান্ত সন্ত্রাস, রাজনৈতিক চাপানউতোর ভুলে ক্রিকেট যুদ্ধের আগে ফটোশ্যুটে মজে রোহিত-বাবর

আরও পড়ুন: Jasprit Bumrah, ICC T20 World Cup 2022: কেন জসপ্রীত বুমরা নেই? আসল কারণ জানালেন রোহিত শর্মা

চোট পেয়ে ছিটকে যাওয়া জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) জায়গায় দলে এসেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। দলের অভিজ্ঞ জোরে বোলারকে নিয়ে রোহিত বলেছেন, 'মহম্মদ শামিকে ইদানীং খেলতে দেখিনি। তবে শুনেছি ও ভাল ছন্দে রয়েছে। রবিবার ব্রিসবেনে আমাদের অনুশীলন রয়েছে। সেখানে শামিকে দেখার জন্যে মুখিয়ে রয়েছি।' 

ফর্মে থাকা সূর্যকুমার যাদব (Surya Kumar) যে দলের 'এক্স-ফ্যাক্টর' সেটা সবাই জানে। সূর্য দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন, সেটা স্পষ্ট করে দিয়েছেন রোহিতও। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ়‌ে যে ছন্দে দেখা গিয়েছে সূর্যকে, সেটা বিশ্বকাপেও দেখা যাবে বলে ভারত অধিনায়কের বিশ্বাস। বলেছেন, 'সূর্য আমাদের দলে এক্স-ফ্যাক্টর হতে পারে। আশা করি ও এই ছন্দই ধরে রাখবে। অত্যন্ত আত্মবিশ্বাসী ক্রিকেটার এবং এখন ছন্দে রয়েছে।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.