Sunil Gavaskar: পয়লা বৈশাখে ' চুনী গোস্বামী গেট'-এর উদ্বোধন করবেন লিটল মাস্টার

মোহন জনতার এতদিনের ক্ষোভ ছিল মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম তুলতে হবে। সেটা মেনে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 11, 2023, 08:03 PM IST
Sunil Gavaskar: পয়লা বৈশাখে ' চুনী গোস্বামী গেট'-এর উদ্বোধন করবেন লিটল মাস্টার
মোহনবাগান মাঠে পা রাখবেন সুনীল গাভাসকর। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চাঁদিফাটা রোদ, প্রচণ্ড গরম ও প্যাঁচপ্যাঁচে ঘামকে উপেক্ষা করেও মোহনবাগানে (Mohun Bagan) আয়োজিত হবে বার পুজো। পয়লা বৈশাখের এই বিশেষ উৎসব নিয়ে এখন থেকেই উত্তেজনায় ফুটছে গঙ্গাপাড়ের ক্লাব। রীতি মেনে সেদিন সকালেই প্রতিটি ক্লাবে হয় বারপুজো (Bar Puja)। সবুজ মেরুনে এবার ঘটা করে উৎসব পালন হবে। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) আইএসএল (ISL 2022-23) চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে দল কেরলে খেলছে সুপার কাপ (Super Cup 2023)।

সেই টুর্নামেন্টেও গত সোমবার গোকুলাম কেরল এফসিকে (Gokulam Kerala FC) ৫-১ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে। মোহনবাগানে এখন সোনার সময় চলছে। তার মধ্যেই এদিন বিকেলে ক্লাব সচিব দেবাশিস দত্ত ঘোষণা করেছেন, ১৫ এপ্রিল পয়লা বৈশাখ বাংলা শুভ নববর্ষের দিন ক্লাবে সকালে হাজির থাকবেন সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। তিনি সেদিন 'চুনী গোস্বামী' নামাঙ্কিত গেটের (Chuni Goswami Gate) শুভ সূচনা ঘটাবেন সকাল সাড়ে দশটায়। 

আরও পড়ুন: খ্যাতির বিড়াম্বনা! চুরি গেল বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের অন্তর্বাস

আরও পড়ুন: Shikhar Dhawan: আয়েশার পর্ব অতীত, 'গব্বর'-এর নতুন প্রেম নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, দেখুন চমকে যাওয়া ভাইরাল ভিডিয়ো

সানির সঙ্গে সেই অনুষ্ঠানে থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ও বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাবুল সেদিন সমর্থকদের গান শোনাবেন। বার পুজো হবে সকাল সাড়ে নয়টায়। বারোটার সময় দোহার ব্যান্ডের সদস্যরা সঙ্গীত পরিবেশন করবেন।

মোহন জনতার এতদিনের ক্ষোভ ছিল মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম তুলতে হবে। সেটা মেনে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি আইএসএল জয়ের পরেই জানিয়ে দিয়েছেন, এটিকে নাম সরে নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। সেই নাম আগামী মরসুম থেকে কার্যকর হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.