IND vs PAK, Asia Cup 2022 : পন্থের উপর রেগে লাল রোহিত, ভাইরাল হয়ে গেল সাজঘরের মুহূর্ত
IND vs PAK, Asia Cup 2022 : ঠিক যখন রান তোলার গতি বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত ভারতের, তেমন মুহূর্তে পন্থ নিজের উইকেট উপহার দেন পাকিস্তানকে। কিছুক্ষণের মধ্যেই হার্দিক পান্ডিয়াও আউট হয়ে বসলে ভারত চাপে পড়ে যায়।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মোক্ষম সময় খারাপ শট খেলে উইকেট ছুড়ে আসা। দলকে অহেতুক চাপে ফেলে দেওয়া। ঋষভ পন্থের (Rishabh Pant) পুরনো রোগ আর সারল না। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সেট হয়েও আউট হয়ে গিয়েছিলেন পন্থ। আর তাই সাজঘরে ফিরে যাওয়ার পর রোহিত শর্মার (Rohit Sharma) কাছে বকাও খেলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে গেল।
দলগত ৯১ রানের মাথায় সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আউট হওয়ার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন পন্থ। ভারত প্রায় ১০ রান প্রতি ওভার গড়ে রান তুলছিল। সুতরাং, পন্থ একটু সময় নিয়ে ব্যাট করলে ভারতীয় দল বড় রান তুলতেই পারত। কিন্তু সেটা না করে দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন ঋষভ। ১৩.৫ ওভারে শাদব খানের লেগ-স্টাম্পের বাইরের বলে অকারণ ঝুঁকি নিয়ে রিভার্স সুইপ খেলার চেষ্টা করেন তিনি এবং আসিফ আলির হাতে অতি সহজ ক্যাচ দিয়ে ১২ বলে ১৪ রানে সাজঘরে ফেরেন।
— Tarique Anwer (@tariqueSH) September 4, 2022
আরও পড়ুন: Ravi Shastri, IND vs PAK : ভাইরাল হল ভিডিয়ো, কোন কাণ্ড ঘটিয়ে ফের ট্রোল হলেন প্রাক্তন কোচ
আরও পড়ুন: Sourav Ganguly : শিক্ষক দিবসে কাকে 'গুরুদক্ষিণা' দিলেন সৌরভ? নাম পড়লে চমকে যাবেন!
— CricTracker (@Cricketracker) September 4, 2022
ঠিক যখন রান তোলার গতি বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত ভারতের, তেমন মুহূর্তে পন্থ নিজের উইকেট উপহার দেন পাকিস্তানকে। কিছুক্ষণের মধ্যেই হার্দিক পান্ডিয়াও আউট হয়ে বসলে ভারত চাপে পড়ে যায়। একসময় ২০০ রানের গণ্ডি টপকানোর সম্ভাবনা তৈরি করা টিম ইন্ডিয়া শেষমেশ আটকে যায় ৭ উইকেটে ১৮১ রানে।
খারাপ শটে পন্তের আউট হয়ে আসা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কিছু নয়। তবে ভুল থেকেও শিক্ষা নেওয়ার কোনও লক্ষণ না দেখানোয় পন্তের উপর চটেন সমর্থক ও বিশেষজ্ঞরা। শুধু সমর্থকরাই নন, বরং রোহিতকেও অত্যন্ত ক্ষুব্ধ দেখায় পন্থের উপর। ঋষভ সাজঘরে ফেরার পরে তাঁকে রীতিমতো বকাঝকা করতে থাকেন 'হিটম্যান'। ঝাড় খেয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন পন্থ, তবে তাঁর কোনও যুক্তি ধোপে টিকেছে বলে মনে হয়নি রোহিতের শরীরি ভাষা দেখে।