Hardik Pandya: আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক, ১৬ জনের ভারতীয় দল ঘোষণা BCCI-র

কেএল রাহুলের পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে ঋষভ পন্থের হাতে। তাঁর ডেপুটি হয়েছেন হার্দিক। জানা যাচ্ছে যে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে পন্থ খেলবে না। হার্দিকই হবেন সেই সিরিজে ক্যাপ্টেন। সংবাদ সংস্থা পিটিআই-কে এই ব্যাপারে আপডেট দিয়েছেন বোর্ডের এক আধিকারিক।

Updated By: Jun 15, 2022, 11:55 PM IST
Hardik Pandya: আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক, ১৬ জনের ভারতীয় দল ঘোষণা BCCI-র
পাণ্ডিয়ার কাঁধেই গুরুদায়িত্ব!

নিজস্ব প্রতিবেদন: জল্পনা চলছিলই। আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে জোড়া টি-২০ ম্যাচে ভারতের অধিনায়ক নির্বাচিত হলেন হার্দিক পাণ্ডিয়াই। ১৬ জনের দল ঘোষণা করল BCCI।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারত। আগামী ১৯ জুন বেঙ্গালুরুতে শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এই সিরিজ শেষ হওয়ার পরেই টিম ইন্ডিয়া উড়ে যাবে আয়ারাল্যান্ডে। আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে জোড়া টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-আয়ারল্যান্ড। 

 

কেএল রাহুলের পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে ঋষভ পন্থের হাতে। তাঁর ডেপুটি হয়েছেন হার্দিক। জানা যাচ্ছে যে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে পন্থ খেলবে না। এবার অধিনায়কত্ব করবেন হার্দিক।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মুহর্তে যে টিম খেলছে মোটামুটি সেই টিমই উড়ে যাচ্ছে আয়ারল্যান্ডে। পন্থের পরিবর্তে দলে রয়েছেন দুই উইকেটকিপার-ঈশান কিশান ও দীনেশ কার্তিক।

অন্যদিকে আয়ারল্যান্ড দল ঘোষণা করে দিয়েছে টি-২০ সিরিজের জন্য। ভারতের বিরুদ্ধে ১৪ সদস্যের দলে জাতীয় দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার-স্টিফেন ডোনি ও জোরে বোলার কোনর অলফার্ট। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেই সুযোগ পেলেন তাঁরা।

আয়ারল্যান্ড দল: অ্য়ান্ড্রিউ ব্যালবিরনি (অধিনায়ক), মার্ক আদায়ার, কার্টিস ক্য়াম্ফার, গ্য়ারেথ ডিলানি, জর্ড ডকরেল, স্টিফেন ডোনি, জোশ লিটল, অ্য়ান্ড্রিউ ম্যাকব্রিন, ব্যাকি ম্যাককার্থি, কোনর অলফার্ট, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরক্যান টাকার, ক্রেগ ইয়ং।

আরও পড়ুনKL Rahul: ইংল্যান্ড সফরে অনিশ্চিত রাহুল, উঠছেন না রোহিতদের বিমানে!

আরও পড়ুনBengal vs Madhya Pradesh:বাংলাকে আশা দেখাচ্ছেন দুরন্ত মনোজ, অসাধারণ শাহবাজ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.