IND vs BAN, ICC T20 World Cup 2022: শুধু বাংলাদেশ নয়, সব বিপক্ষকে সমান গুরুত্ব দিচ্ছেন রোহিত
গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দল। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি বিরাট কোহলি-রোহিতদের খুবই খারাপ ছিল। সঙ্গে যোগ হয়েছিল কেএল রাহুলের ব্যর্থতার হ্যাটট্রিক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেমি ফাইনালে যাওয়ার জন্য দুই দলের কাছেই এই ম্যাচটা সমান গুরুত্বপূর্ণ। ২০১৬ সালের পর ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh)। সেবার রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানে জয় পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) টিম ইন্ডিয়া (Team India)। এবারও একই ফল দেখা যাবে। অ্যাডিলেডের আকাশে বৃষ্টির সম্ভাবনা আছে। তাই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। ওপেনার সৌম্য সরকারকে বসিয়ে দলে এসেছেন পেসার সরিফুল ইসলাম। অন্যদিকে রোহিত শর্মাও দলে একটি বদল করেছেন। দীপক হুডাকে (Deepak Hooda) বাইরে রেখে ফের দলে এলেন অক্ষর প্যাটেল (Axar Patel)।
যদিও টস হারলেও রোহিতের দাবি তিনি টসে জিতে ব্যাট করতেই চাইতেন। হিটম্যান বলেন, 'আমি প্রথমে ব্যাট করতেই চাইছিলাম। কারণ স্কোরবোর্ডে বড় রান থাকা খুবই জরুরি। কারণ এই ফরম্যাটে সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ।'
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে সবাইকে চমকে দিয়েছিলেন সাকিব। বলেছিলেন, 'বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার টুয়েলভে টাইগারদের শেষ ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে। আমাদের পরবর্তী টার্গেট পরের দুটি ম্যাচ খুব ভালোভাবে খেলা। এর মধ্যে যদি কোনও ম্যাচ জিততে পারি তাহলে সেটা অঘটন বলেই মনে করা উচিত। সেই অঘটনটা ঘটাতে পারলে আমরা খুশি হব।'
আরও পড়ুন: KL Rahul, ICC T20 World Cup 2022: কেএল রাহুলকে ফর্মে ফিরতেই হবে, কেন এমন মন্তব্য করলেন রবি শাস্ত্রী?
যদিও এদিন টসের সময় তাঁর কথা শুনে মনে হল তিনি মঙ্গলবার ভারতের বিরুদ্ধে 'মাইন্ড গেম' খেলেছিলেন। তাই তো বলে দিলেন, 'ব্যাটিং নিয়ে আমাদের চিন্তা হলেও, ভারতের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করতে চাই। সবাই এই ম্যাচটার দিকে তাকিয়ে আছি।'
গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দল। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি বিরাট কোহলি-রোহিতদের খুবই খারাপ ছিল। সঙ্গে যোগ হয়েছিল কেএল রাহুলের ব্যর্থতার হ্যাটট্রিক। সেটা সতীর্থদের মনে করিয়ে রোহিত যোগ করেন, 'গত ম্যাচে আমরা নিজেদের যোগ্যতা অনুসারে পারফর্ম করতে পারিনি। আশাকরি এই ম্যাচে আমরা একজোট হয়ে ভালো ফল করতে পারব।
এই মুহূর্তে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'বি'-র দুই নম্বরে আছে ভারত। সমসংখ্যক ম্যাচ খেলে টাইগার্সদের পয়েন্টও সমান। তবে নেট রানরেটের বিচারে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। ০.৮৪৪। সেখানে শাকিব আল হাসানদের রানরেট -১.৫৩৩। ধারেভারে 'মেন ইন ব্লু' ব্রিগেড বিপক্ষকে থেকে অনেকটা এগিয়ে থাকলেও, বাংলাদেশ কিন্তু চলতি প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে। সেখানে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াসদের বিরুদ্ধে গত ম্যাচে প্রবল ঠান্ডার জন্য চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধেও বিরাট কোহলি-কেএল রাহুলরা এমন সমস্যায় পড়তে পারেন।