ICC World Cup 2019: কেদারের চোট নিয়ে চিন্তার ভাঁজ! বিশ্বকাপে কেদারের পরিবর্ত কি অক্ষর প্যাটেল?
যদি বিশ্বকাপে একান্তই কেদার যাদব না যেতে পারেন, সেক্ষেত্রে কেদারের পরিবর্ত হিসেবে দু জনের নাম মাথায় রাখছেন নির্বাচকরা।
নিজস্ব প্রতিবেদন : কেদার যাদবের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। ২২মে ইংল্যান্ডের বিমানে উড়ে যাবে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। ২৩ মে তারিখেই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলিকে তাদের চূড়ান্ত দল জানিয়ে দিতে হবে আইসিসিকে। আইপিএলে চোট পাওয়া কেদার যাদবের বা কাঁধে চোট দেখভাল করছেন টিম ইন্ডিয়ার ফিজিও প্যাট্রিক ফারহার্ট।
ক্রিকেটনেক্সট-কে এক বোর্ড কর্তা জানিয়েছেন, বোর্ডের নির্বাচকরা কেদার যাদবের ব্যাপারে প্রতিদিন খোঁজ খবর রাখছেন। ফিজিও প্যাট্রিক ফারহার্টের সঙ্গেও কেদার যাদবের চোটের আপডেট নিচ্ছেন তাঁরা। তবে এখনই বলা কঠিন কেদার যাদব বিশ্বকাপে যেতে পারবেন কিনা! সম্ভবত আগামী সপ্তাহেই কেদার যাদবের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরাও।
যদি বিশ্বকাপে একান্তই কেদার যাদব না যেতে পারেন, সেক্ষেত্রে কেদারের পরিবর্ত হিসেবে দু জনের নাম মাথায় রাখছেন নির্বাচকরা। নির্বাচকরা যে পাঁচজনকে স্ট্যান্ডবাই রেখেছেন তাঁরা সব বিভাগেরই রয়েছে। যদি কেদার যাদব যেহেতু দলে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে রয়েছেন। সেক্ষেত্রে তাঁর পরিবর্তে ইংল্যান্ডের টিকিট পেতে পারেন আম্বাতি রায়াডু কিংবা অক্ষর প্যাটেল। কারণ অক্ষর প্যাটেল কেদার যাদবের মতো কয়েক ওভার হাত ঘোরাতেও পারবেন। বাকি তিন স্ট্যান্ডবাই ক্রিকেটার হলেন ঋষভ পন্থ, ইশান্ত শর্মা এবং নভদীপ সাইনি। এদিকে ঋষভ পন্থকে ভারতীয় A দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে নির্বাচিত করেছেন নির্বাচকরা। যা থেকে একটা স্পষ্ট ইঙ্গিত মিলছে যে দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যানকে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি নেওয়ার জন্যই বলা হচ্ছে।
আইপিএলে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে মোহালিতে বাঁ কাঁধে চোট পান চেন্নাইয়ের কেদার যাদব। সেই কারণে কোনওরকম ঝুঁকি না নিয়ে আইপিএল-ের প্লে-অফে খেলেননি কেদার যাদব। যদিও কেদার যাদব বিশ্বকাপে খেলতে পারবেন বলেই আশা করছেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী।
আরও পড়ুন - ICC World Cup 2019: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে কী হতে পারে, ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ গাঙ্গুলি