ICC World Cup 2019: এবি আমাকে ফোন করেছিল, কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিল: ফাফ দু প্লেসি
বিশ্বকাপের দল নির্বাচনের আগের রাতে ফোনে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথোন হয়।
নিজস্ব প্রতিবেদন : অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দল নির্বাচনের আগের দিন প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসিকে ফোন করেছিলেন এবিডি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর সাংবাদিক সম্মেলনে এমটাই জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দু প্লেসি।
সোমবার সাউদাম্পটনে বৃষ্টিতে ভেস্তে যায় দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এরপর সাংবাদিক সম্মেলনে ফাফ দু প্লেসি জানান, " বিশ্বকাপের দল নির্বাচনের আগের রাতে ফোনে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথোন হয়। অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন এবিডি।" উত্তরে ফাফ জানান, অনেক দেরি হয়ে গিয়েছে। নির্বাচকদের মত বদলানোর মতো পরিস্থিতি আর নেই।
"AB and I are still friends. This is a small thing for a friendship that goes so way back."
Faf du Plessis was candid in discussing the AB de Villiers issue https://t.co/V23hr79s5g
— Cricket World Cup (@cricketworldcup) June 11, 2019
বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারের পরই প্রকাশ্যে আসে ডিভিলিয়ার্সের বিশ্বকাপে খেলতে চাওয়ার আর্জি। ডিভিলিয়ার্সের সেই প্রস্তাব ফিরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এদিকে টানা তিন ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আরও বিপাকে পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা শিবির।
আরও পড়ুন - ICC World Cup 2019: ট্রেন্ট ব্রিজে বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ!