ICC Women's World Cup 2022, INDWvsBANGW: Bangladesh-কে হেলায় হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল Mithali Raj-এর Team India

এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল ভারত। ৬ ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। ভাল রানরেট থাকার সুবাদে পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে গেল টিম ইন্ডিয়া।  

Updated By: Mar 22, 2022, 02:00 PM IST
ICC Women's World Cup 2022, INDWvsBANGW: Bangladesh-কে হেলায় হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল Mithali Raj-এর Team India
বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার পর ভারতের প্রমীলাবাহিনী। ছবি: বিসিসিআই

ভারত: ২২৯-৭ (স্মৃতি ৩০, শেফালি ৪২, ইয়াস্তিকা ৫০)
বাংলাদেশ: ১১৯ (সালমা ৩২, লতা ২৪, স্নেহ ৪-৩০)
ভারত ১১০ রানে জয়ী

নিজস্ব প্রতিবেদন: ফের একবার জয়ের সরণীতে ফিরল ভারতের প্রমীলাবাহিনী (Team India)। চলতি মহিলা বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) বাংলাদেশকে (Bangladesh) ১১০ রানের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল মিতালি রাজের (Mithali Raj) ভারতীয় দল। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল ভারত। ৬ ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। ভাল রানরেট থাকার সুবাদে পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে গেল টিম ইন্ডিয়া। মঙ্গলবার হ্যামিলটনে বাইশ গজের যুদ্ধে বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা (Bangladesh) ভারতের বিরুদ্ধে কোনও বিভাগেই দাঁড়াতে পারেনি। 

এ দিন টস জিতে ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেনিং জুটি নিয়ে ভারতীয় শিবিরের চিন্তা কিছুটা হলেও কমল এ দিনের পর। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং শেফালি ভার্মা (Shafali Verma) জুটিতে ৭৪ রান যোগ করেন। স্মৃতির ব্যাট থেকে আসে ৩০ রান। শেফালি ৪২ রান করেন। তিন নম্বরে নেমে ইয়াস্তিকা ভাটিয়া (Yastika Bhatia) অর্ধশতরান করেন। ৮০ বল খেলে ৫০ রান করেন ইয়াস্তিকা। ম্যাচের সেরার পুরস্কারও তাঁর হাতেই উঠল।   

Yastika Bhatia

তবে অধিনায়ক মিতালি 'গোল্ডেন ডাক' করে ফিরে যান। তাঁর উইকেটটি নেন রিতু মণি। হরমনপ্রীত (Harmanpreet Kaur) ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দ্রুত উইকেট যাওয়ার পরে কিছুটা হলেও চাপ এসে পড়ে ভারতের উপরে। রিচা ঘোষ (২৬), পূজা ভস্ত্রাকর (৩০*) এবং স্নেহ রানার (২৭) দাপটে ভারত করে সাত উইকেটে ২২৯ রান। রিচা, পূজা ও স্নেহর ব্যাটিংয়ের উপর ভর করে ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন এই তিন লড়াকু মহিলা। 

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। বাংলাদেশের রান যখন মাত্র ১২, তখন রাজেশ্বরী গায়কোয়াড় ফিরিয়ে দেন বাংলাদেশ ওপেনার শারনিম আখতারকে (৫)। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ভারতীয় বোলারদের  সামনে টিকে থাকতে পারেননি বাংলাদেশের কোনও ব্যাটার। দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি অধিকাংশ বাংলাদেশি। একমাত্র লড়লেন সালমা খাতুন (৩২) ও লতা মণ্ডল (২৪)। ভারতীয় বোলারদের মধ্যে ২৭ রান করার পর স্নেহ রানা ৩০ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩৩ বলে ৩০ রানে অপরাজিত থাকার পর বল হাতে জ্বলে উঠলেন ২৬ রানে ২ উইকেট পূজা ভস্ত্রাকর। ১৯ রানে ২ উইকেট নিলেন অভিজ্ঞ ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। 

Sneha Rana

বিশাল ব্যবধানে জিতে তৃপ্ত ভারতীয় শিবির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এতদিন পর্যন্ত অপরাজিত থাকলেও এ দিন অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে প্রোটিয়াসরা। অন্যদিকে প্রতিযোগিতায় সাড়া জাগিয়েশুরু করেও তিনটি ম্যাচ হেরে যায় ভারত। কিন্তু এই বড় ব্যবধানে ম্যাচ জিতে ভারতের নেট রান রেট অনেকটাই ভাল হয়েছে। এরমধ্যে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় পাকিস্তান। আর পাক দলের এই জয়ের ফলে ভারতের কাজ কিছুটা হলেও সহজ হয়ে যায়। বাংলাদেশকে হারানোর ফলে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথে একধাপ এগোল ভারত।     

আরও পড়ুন: ICC Women's World Cup 2022, INDWvsBANGW: আন্তর্জাতিক মঞ্চে ৫০০০ রানের নজির গড়লেন Smriti Mandhana

আরও পড়ুন: SAvsBANG: সন্তান হাসপাতালে ভর্তি, তবুও দেশের হয়ে ক্রিজে নামছেন Shakib Al Hasan

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.