ICC Women’s World Cup 2022, INDWvsPAKW : দাপট বজায় রেখে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিল Mithali, Jhulan-এর Team India

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। 

Updated By: Mar 6, 2022, 01:44 PM IST
ICC Women’s World Cup 2022, INDWvsPAKW : দাপট বজায় রেখে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিল Mithali, Jhulan-এর Team India
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পর মিতালির ভারত। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৮ রানে হারিয়ে এ বারের বিশ্বকাপ অভিযান শুরু করল মিতালি রাজের ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হেরে গিয়েছিল বিরাট কোহলির ভারত। তবে টিম ইন্ডিয়ার প্রমীলাবাহিনী কিন্তু সেই ভুলের রাস্তায় হাঁটেনি। তাই প্রাথমিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ম্যাচের বাকিটা সময় দাপট বজায় রেখে জয় ছিনিয়ে নিল মহিলা দল। 

ব্যাটে পূজা ভস্ত্রকার দেখানোর পর, বল হাতে পাক ব্যাটিংকে শেষ করলেন রাজেশ্বরী গায়কোয়াড়। নিলেন ৩১ রানে ৪ উইকেট। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিজ্ঞ ঝুলন গোস্বামী। নিলেন ২৬ রানে ২ উইকেট। অবশ্য এই জয়ে মুখ্য ভূমিকা নিয়েছেন অলরাউন্ডার স্নেহ রানা। ৫৩ রানে অপরাজিত থাকার পর ২৭ রানে ২ উইকেট নিলেন উত্তরাখণ্ডের এই লড়াকু মহিলা। ফলে বাইশ গজের যুদ্ধে চিরপ্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিতে একেবারেই বেগ পেতে হয়নি। 

rajeswari

এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। শুরুতে শেফালি বর্মার উইকেট হারালেও, পরিস্থিতি সামলে স্মৃতি মান্ধানা (৫২) এবং দীপ্তি শর্মা। এই দুই ব্যাটারের দৌলতে ভারত দ্বিতীয় উইকেটে ৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলে। ৪০ রানে ফিরে যান দীপ্তি। এরপর ব্যাট করতে নামেন দলের অধিনায়ক মিতালি রাজ। তাঁকে মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়। এমনকী হরমনপ্রীত কাউর (৫) এবং বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষও (১) বেশি রান করতে পারেননি। ফলে একটা সময় ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। 

কিন্তু এরপরেই খেলা ঘুরিয়ে দেন স্নেহ এবং পূজা। পালটা লড়াই চালিয়ে সপ্তম উইকেটে ১২২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সেখানেই পাকিস্তান পিছিয়ে যায়। ৫৯ বলে ৬৭ রান করে ফিরে যান পূজা। মারেন আটটি বাউন্ডারি। তবে ৪৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন স্নেহ। তাঁর ইনিংস চারটি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। 

Pooja Vastrakar

ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা রবিবাসরীয় এই হাইভোল্টেজ ম্যাচে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন। ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া গিয়েছে স্মৃতিকে। বিসমা মারুফের দলের বিরুদ্ধে কচুকাটা করতে শুরু করেন। প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি করলেন এই বাঁহাতি ওপেনার। 

ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ওপেনার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি এক অনন্য ইতিহাসও রচনা করলেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে স্মৃতি ৫০ ওভারের ফরম্যাটে ২,৫০০ রান পূরণ করলেন। এশিয়ার ক্রিকেট খেলিয়ে দেশগুলোর মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে তিনি নিজের নাম লেখালেন। তাঁর আগে রয়েছেন হরমনপ্রীত কাউর (২,৬৬৪), অঞ্জুম চোপড়া (২,৮৫৬) এবং ভারতের ব্যাটিং আইকন মিতালি রাজ (৭,৬২৩)।

এই জয়ের ফলে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজেয় রেকর্ড অক্ষত রাখল ভারতের মহিলাদের দল। ১১টা ম্যাচের মধ্যে প্রতিটিতেই জিতেছে ভারত। এর মধ্যে বিশ্বকাপে রয়েছে চারটি জয়। সেই ধারা বজায় রাখাই লক্ষ্য থাকবে। গত টি-২০ বিশ্বকাপে ভারতের পুরুষ দল পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে অপরাজেয় থাকার রেকর্ড নষ্ট করেছে। ১০ উইকেটে হেরেছিল বিরাট কোহলিরা। ফলে মিতালিদের কাছে এই ম্যাচটা বিরাটদের বদলার ম্যাচ ও রেকর্ড অক্ষুন্ন রাখার ম্যাচ। সেই ধারা বজায় রেখে চিরপ্রতিদ্বন্দীকে উড়িয়ে দিল প্রমীলাবাহিনী। 

আরও পড়ুন: ICC Women’s World Cup 2022, INDWvsPAKW : Sachin Tendulkar-এর কোন রেকর্ড ছুঁলেন Mithali Raj? জানতে পড়ুন

আরও পড়ুন: Wriddhiman Saha vs Journalist: ঋদ্ধির বিরুদ্ধে মানহানির মামলা করবেন, জানালেন 'হুমকি' দেওয়া সাংবাদিক!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.